Hooghly Weather Today: ১০ ডিগ্রির নিচে পারদ নামল হুগলিতে! আর কতদিন এমন হাড় কাঁপানো ঠান্ডা, জানাল আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Today: ১০ ডিগ্রির নিচে নেমে গেল হুগলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর ১০ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতেই রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা হুগলিতে। এমন ঠান্ডাই থর থর করে কাঁদছেন হুগলির বাসিন্দারা।
advertisement
1/5

১০ ডিগ্রির নিচে নেমে গেল হুগলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর ১০ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামতেই রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা হুগলিতে। এমন ঠান্ডাই থর থর করে কাঁদছেন হুগলির বাসিন্দারা।
advertisement
2/5
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে যে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রদান করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫° সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
কলকাতা লাগোয়া জেলায় এইভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়া সচরাচর খুব কম সময় দেখা গিয়েছে বলেই দাবি করছেন বাসিন্দারা। পাশাপাশি অনেকের মধ্যেই প্রশ্ন এমন হাড় কাঁপানো ঠান্ডা আর কতদিন বজায় থাকবে?
advertisement
4/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, হুগলিতে এমন হাড় কাঁপুনি ঠান্ডা আপাতত দিন দুই তিনেক বজায় থাকবে। তারপর ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে।
advertisement
5/5
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন হুগলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার পাশাপাশি শনিবার পর্যন্ত কুয়াশার দাপট দেখা যেতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার পরিপ্রেক্ষিতে স্থান বিশেষে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার হতে পারে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Weather Today: ১০ ডিগ্রির নিচে পারদ নামল হুগলিতে! আর কতদিন এমন হাড় কাঁপানো ঠান্ডা, জানাল আবহাওয়া দফতর