Hooghly Weather Today: শীতের কামড় শুরু হুগলিতে, নামল তাপমাত্রার পারদ! দিনভর কেমন থাকবে জানালো আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Hooghly Weather Today: ঝাড়গ্রামের মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ বুধবার নেমেছে। একইভাবে তাপমাত্রার পারদ নেমেছে হুগলিতেও। হুগলিতে বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
1/5

আবহাওয়ার খামখেয়ালিপনায় ডিসেম্বর মাসের শুরুতেও দক্ষিণবঙ্গে আটকে শীতের কামড়। যদিও বুধবার থেকে কিছুটা হলেও বদল লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়।
advertisement
2/5
বুধবার থেকে আবহাওয়ায় যে সকল জায়গায় বদল লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে অন্যতম হল ঝাড়গ্রাম, যেখানে কুয়াশাচ্ছন্ন সকালে দেখা মেলার পাশাপাশি তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রিতে নেমেছে।
advertisement
3/5
ঝাড়গ্রামের মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার পারদ বুধবার নেমেছে। একইভাবে তাপমাত্রার পারদ নেমেছে হুগলিতেও। হুগলিতে বুধবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
4/5
হুগলিতে বুধবার সকালের দিকে হালকা কুয়াশার দেখা মেলে বিভিন্ন জায়গায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলেও হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
5/5
আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মঙ্গলবারের তুলনায় বুধবার হুগলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে দুই ডিগ্রি, হুগলির শেওড়াফুলি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি কমতে পারে। আগামী কয়েক দিন একইরকম আহাওয়ার দেখা মিলতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। জাঁকিয়ে শীতের পূর্বাভাস এখনও মেলেনি হুগলির জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Weather Today: শীতের কামড় শুরু হুগলিতে, নামল তাপমাত্রার পারদ! দিনভর কেমন থাকবে জানালো আবহাওয়া দফতর