TRENDING:

Hooghly Weather Today: কনকনে ঠাণ্ডা থেকে বিরতি নিতে পারে হুগলি! কেমন থাকবে দিনভর, জানালো আবহাওয়া দফতর

Last Updated:
Hooghly Weather Today: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ডিসেম্বরের শুরু থেকেই তরতরিয়ে নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নেমেছে হুগলিতেও। তবে হুগলির এই কনকনে ঠাণ্ডায় বিরতি আসতে পারে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী।
advertisement
1/5
কনকনে ঠাণ্ডা থেকে বিরতি নিতে পারে হুগলি! কেমন থাকবে দিনভর, জানালো আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ডিসেম্বরের শুরু থেকেই তরতরিয়ে নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি তাপমাত্রার পারদ নেমেছে হুগলিতেও। তবে হুগলির এই কনকনে ঠাণ্ডায় বিরতি আসতে পারে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী।
advertisement
2/5
হুগলিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল ১৪ ডিগ্রীতে। শনিবারেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে ১৩। এছাড়াও আকাশ মোটামুটি ভাবে পরিষ্কার। আর এর সঙ্গে রয়েছে হালকা হিমেল হাওয়া।
advertisement
3/5
তবে হুগলির এমন কনকনে ঠাণ্ডা খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী সপ্তাহের সপ্তাহান্তে হুগলির সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়বে এমনই আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানা গিয়েছে।
advertisement
4/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও ৭-৮ দিন হুগলির আবহাওয়ায় তেমন কোনও বদল দেখা যাবে না। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ২৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে।
advertisement
5/5
তবে এসবের মধ্যে দিন সাতেক পর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ১৯ ডিগ্রি। যদিও তাপমাত্রার চড়াই-উতরাই লক্ষ্য করা যাবে হুগলিতে অর্থাৎ তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পর ফের নামবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly Weather Today: কনকনে ঠাণ্ডা থেকে বিরতি নিতে পারে হুগলি! কেমন থাকবে দিনভর, জানালো আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল