Hooghly News: হারিয়ে যাওয়া প্রিয়জনকে গাছেদের মধ্যে বাঁচিয়ে রাখার অভিনব প্রয়াস, হুগলিতে গড়ে উঠল মন ভাল করা 'দত্তক বাগান'!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly News: এ বাগান শুধু বাগান নয়, এখন তৈরি হল দত্তক বাগান। হারানো প্রিয়জনের নাম গাছেদের গায়ে। হুগলির বৈঁচিগ্রামে ডিভিসি ব্রিজের নীচে প্রায় আট কাঠা জমির উপরে গড়ে উঠেছে এমনই অভিনব ‘দত্তক বাগান’।
advertisement
1/7

এ বাগান শুধু বাগান নয়, এখন তৈরি হল দত্তক বাগান। হারানো প্রিয়জনের নাম গাছেদের গায়ে। হুগলির বৈঁচিগ্রামে ডিভিসি ব্রিজের নীচে প্রায় আট কাঠা জমির উপরে গড়ে উঠেছে এমনই অভিনব ‘দত্তক বাগান’।
advertisement
2/7
গাছ লাগানোর কর্মসূচি বায়ুদূষণ কমায়, ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ বাড়ায়। এটি বন উজাড়, মাটির ক্ষয়, মরুকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
advertisement
3/7
তাই বৈঁচিগ্রামে একটি জায়গায় গাছগুলি সবে বসানো হচ্ছে। লক্ষ্য একটাই, এই গাছই একদিন বৃক্ষ হবে, ফুল, ফল দেবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে, অক্সিজেন বিলিয়ে টেনে নেবে বিষ-দূষণ। বৈঁচিগ্রামেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করছে। এগিয়ে এসেছেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী।
advertisement
4/7
আয়োজকরা জানিয়েছেন, বৈঁচিগ্রামের এই এলাকায় এক সময়ে প্রচুর গাছ ছিল। ধীরে ধীরে সে সব নষ্ট হয়ে গিয়েছে। হারানো সবুজকে ফেরাতে এবং সবুজায়নের বার্তা দিয়ে গাছ বাঁচাতে বৈঁচিগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার এই ‘দত্তক বাগান’।
advertisement
5/7
যে বাগানের প্রতিটি গাছের গায়ে ঝুলছে হারানো প্রিয়জনদের নাম। মানুষগুলো এখন আর নেই। তবে না থেকেও ভীষণ ভাবে থেকে গিয়েছে পরিবার পরিজনের সঙ্গে।
advertisement
6/7
এই দত্তক বাগানে আপনি গেলেই দেখতে পাবেন আম, কাঁঠাল, জামরুল, আমলকি-সহ মোট ৪৪ প্রজাতির গাছ রয়েছে। বেশির ভাগই আমগাছ। উদ্যোক্তারা জানান, এই হুগলি জেলাতে দত্তক বাগান একটি অভিনব বাগান।
advertisement
7/7
প্রিয়জন মারা গেল, তাঁকে তো ফিরে পাওয়া যায় না। মা, বাবা, দাদু, ঠাকুমা, যে হোন না কেন। তাঁদের নামেই এই বাগান। ফলে আমরা পরিচর্যা করে এই গাছ লাগানো হচ্ছে। যা এক অভিনব উদ্যোগ বলেই জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হারিয়ে যাওয়া প্রিয়জনকে গাছেদের মধ্যে বাঁচিয়ে রাখার অভিনব প্রয়াস, হুগলিতে গড়ে উঠল মন ভাল করা 'দত্তক বাগান'!