TRENDING:

Hooghly News: হুগলিতে নতুন রূপে বিদ্যাসাগর অডিটোরিয়াম! পুরোটাই AC, বসতে পারবেন ৫০০ দর্শক, রয়েছে আরও চমক

Last Updated:
Hooghly News: হুগলির চণ্ডীতলার মানুষদের আর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে ছুটে যেতে হবে না উত্তরপাড়া অথবা অন্য কোথাও। কেননা এবার তাদের এলাকার বিদ্যাসাগর সংস্কৃতি ভবন বা বিদ্যাসাগর অডিটোরিয়াম সেজে উঠল নতুন রূপে।
advertisement
1/5
হুগলিতে নতুন রূপে বিদ্যাসাগর অডিটোরিয়াম! পুরোটাই AC, বসতে পারবেন ৫০০ দর্শক,রয়েছে আরও চমক
হুগলির চণ্ডীতলার মানুষদের আর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে ছুটে যেতে হবে না উত্তরপাড়া অথবা অন্য কোথাও। কেননা এবার তাদের এলাকার বিদ্যাসাগর সংস্কৃতি ভবন বা বিদ্যাসাগর অডিটোরিয়াম সেজে উঠল নতুন রূপে।
advertisement
2/5
রাজ্য সরকারের তরফে প্রদত্ত প্রায় দু'কোটি টাকা ব্যয়ে নতুন রূপে এই অডিটোরিয়ামটিকে সাজানো হয়েছে। অডিটোরিয়ামটি আগে ভগ্নদশাই ছিল। যে কারণে বহু মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল। বিদ্যাসাগর অডিটোরিয়াম নতুন রূপে সেজে ওঠার পাশাপাশি এখানে ৫০০ আসনের বন্দোবস্ত করা হয়েছে। পুরো অডিটোরিয়াম এসি অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত।
advertisement
3/5
হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন, "আগামী ৭ ডিসেম্বর অর্থাৎ রবিবার বিদ্যাসাগর অডিটোরিয়ামের নতুন রূপের উন্মোচন করা হবে। আর তারপর থেকেই এই অডিটোরিয়াম ব্যবহারের জন্য চালু হয়ে যাবে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এখানে ৫০০ মানুষ এক সঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।"
advertisement
4/5
স্থানীয় বাসিন্দা সোমনাথ মুখার্জী জানান, "সত্যি এটা আমাদের চণ্ডীতলার মানুষের জন্য সত্য খুবই বড় উপহার। আগে তো আমাদের যেকোনও বিষয়ের জন্য অনেক দূরে দূরে যেতে হত। আর এখন সেই সমস্যা থাকবে না।"
advertisement
5/5
চণ্ডীতলার বিদ্যাসাগর অডিটোরিয়াম নতুন রূপে উন্মোচন করার আগে এখন শেষ মুহূর্তের কাজ তুঙ্গে। রবিবারের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে এমনটাই আশা। এছাড়াও এই অডিটোরিয়ামে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন করা হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলিতে নতুন রূপে বিদ্যাসাগর অডিটোরিয়াম! পুরোটাই AC, বসতে পারবেন ৫০০ দর্শক, রয়েছে আরও চমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল