Piyali Basak: শীতের কনকনে ঠাণ্ডা, তুষার ঝড়ের আশঙ্কার মাঝেই হিমালয় অভিযানে প্রস্তুত পাহাড় কন্যা পিয়ালি! লক্ষ্য জানলে স্যালুট জানাবেন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Hooghly Piyali Basak: নতুন করে আবার হিমালয়ের পথে চন্দননগরের শিক্ষিকা পিয়ালি বসাক। আগেও বহু বার গিয়েছেন। তবে এ বার বেশি চর্চায়। কারণ, মাকালু অভিযানে যাচ্ছেন প্রবল শীতের মধ্যে। পিয়ালি বসাক নিজেই জানিয়েছেন এই তথ্য।
advertisement
1/6

নতুন করে আবার হিমালয়ের পথে চন্দননগরের শিক্ষিকা পিয়ালি বসাক। আগেও বহু বার গিয়েছেন। তবে এ বার বেশি চর্চায়। কারণ, মাকালু অভিযানে যাচ্ছেন প্রবল শীতের মধ্যে। পিয়ালি বসাক নিজেই জানিয়েছেন এই তথ্য।
advertisement
2/6
আগামী ১৫ ডিসেম্বর চন্দননগর থেকে মাকালু অভিযানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ওঁর দলে আরও দুজন পুরুষ রাশিয়ান অভিযাত্রী এবং তিনজন শেরপা আছেন।
advertisement
3/6
জানা গিয়েছে, পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু, যা ৮৪৮৫ মিটার আগেও ২০২৩ সালে উঠেছেন তিনি। কিন্তু তা ছিল গরমের সময়। এখন শীতের মরশুমে সেই এলাকায় সম্পূর্ণ রূপে বরফের স্তুপে পরিণত হয়েছে। এছাড়াও কনকনে ঠাণ্ডা, তুষার ঝড়ের আশঙ্কা থাকে প্রতিনিয়ত।
advertisement
4/6
যদিও এই অভিযানে এখনও পর্যন্ত সফল হয়েছেন দু'জন স্পেনের পর্বতারোহী ডেনিস ব্রোকো এবং শিমনি মোরো। ভারতের কোনও পর্বতারোহী তা করে দেখাতে পারেননি। পিয়ালি জানিয়েছেন, "এভারেস্ট, লোৎসের মতো বেশ কিছু শৃঙ্গ অভিযানে প্রবল তুষার ঝড়ের মধ্যে পড়তে হয়েছিল। তার মধ্যেও সফল হয়েছি।" সেই অভিজ্ঞতাই তিনি কাজে লাগাতে চান।
advertisement
5/6
চন্দননগরের এই স্কুল শিক্ষিকা এখনও পর্যন্ত হিমালয়ের ছ’টি আট হাজারি শৃঙ্গ আরোহন করেছেন, তাঁর কথায়, এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু ও অন্নপূর্ণা।
advertisement
6/6
২০২৫ সালের মে মাসেই কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে চতুর্থ ক্যাম্প থেকে ফিরে আসতে হয়েছিল তাঁকে। এ বার মাকালু অভিযানের প্রস্তুতি সম্পন্ন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Piyali Basak: শীতের কনকনে ঠাণ্ডা, তুষার ঝড়ের আশঙ্কার মাঝেই হিমালয় অভিযানে প্রস্তুত পাহাড় কন্যা পিয়ালি! লক্ষ্য জানলে স্যালুট জানাবেন