Maa Canteen: টাকা নয়, এবার প্লাস্টিক দিয়েই পেটপুরে খাবার মা ক্যান্টিনে! অভিনব উদ্যোগ হুগলিতে, খুশিতে ডগমগ উপভোক্তারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Hooghly Maa Canteen: বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিনে। বহু মানুষ রাস্তা ঘাটে ও বাড়ির পাশে যততত্র প্লাস্টিক ফেলে দেয়। তাই শহরকে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
1/5

বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবার দেওয়া হবে মা ক্যান্টিনে। ভদ্রেশ্বরে জুটমিল কলোনি-সহ বিভিন্ন বস্তি এলাকা রয়েছে। তাছাড়া বহু মানুষ রাস্তা ঘাটে ও বাড়ির পাশে যততত্র প্লাস্টিক ফেলে দেয়। তাই শহরকে প্লাস্টিক মুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
2/5
সামাজিক মাধ্যমে ও ব্যানার দিয়ে প্রচার করা হচ্ছে এক কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে দুটি খাবারের কুপন ও দু 'কেজি বর্জ্য প্লাস্টিক দিয়ে পাঁচটি খাবার দেওয়া হচ্ছে। ভদ্রেশ্বর পালবাগানে পৌরসভা লজে মা ক্যান্টিন থেকে এই প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়া হয়। এমনিতেই প্রায় ৩০০ জনকে খাবার দেওয়া হয়। কেউ ৫০০ প্লাস্টিক আনলেও পাবে একটি খাবার।পৌরসভা এই উদ্যোগে খুশি শহরবাসী।
advertisement
3/5
মা ক্যান্টিনে প্লাস্টিকের বিনিময়ে খাবার আনতে আসা গোপাল কর্মকার বলেন, "এটা খুবই ভাল উদ্যোগ। যারা আমরা পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে খাবার পেয়ে থাকি। তাদের জন্য রাস্তা ঘাটে পরে থাকা প্লাস্টিক জমা দিয়ে খাবার পেতে পারি। আমরা যারা এখানে খাবার পাই তারা একটু চেষ্টা করলে এক কেজির বা দুই কেজি প্লাস্টিক জোগাড় করা যেতেই পারে।"
advertisement
4/5
ভদ্রেশ্বর পৌরসভা চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী বলেন, "গত তিন বছর ধরে মা ক্যান্টিন চলে আসছে। গৃহহীন ও ক্যান্সারে রোগীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। ভদ্রেশ্বর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভা নিজেস্ব লোক আছে। তা ছাড়াও বর্জ্য প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে খাবারের কুপন দেওয়া হবে। মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে আমাদের এখানে ডিম ভাত ও সোয়াবিনের তরকারি দেওয়া হয়। যারা টাকা দিতে পারছেন না তাদের জন্য পৌরসভার তরফে একটি স্কিম চালু করা হল।"
advertisement
5/5
প্রত্যেকের বাড়িতে বা আশেপাশের অনেক প্লাস্টিক পরে থাকে। সেই ৫০০ বর্জ্য প্লাস্টিক দিলেই একটি করে খাবারের কুপন দেওয়া হবে। ভদ্রেশ্বর শহর ও সমাজের জন্য কিছুটা শ্রম দিলে বিনামূল্যে এই খাবার পেতে পারে। এটাতে নিজের বাড়ি ও আশেপাশে জায়গা পরিষ্কার রাখার জন্য এই চিন্তাভাবনা। সারাদিন জীবিকা অর্জনের জন্য অনেক কিছুই করে।সমাজ পরিষ্কার রাখতে একটু ঘুরলেই ৫০০ বা এক কেজি প্লাস্টিক জোগাড় করা কোনও ব্যাপার না। শহর পরিষ্কার রাখা সকলেরই কর্তব্য। সেই জায়গা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Maa Canteen: টাকা নয়, এবার প্লাস্টিক দিয়েই পেটপুরে খাবার মা ক্যান্টিনে! অভিনব উদ্যোগ হুগলিতে, খুশিতে ডগমগ উপভোক্তারা