Holi 2024: দোলে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছেন? পর্যটকরা হতাশ হবেন, যাওয়ার আগে আজই জেনে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Holi 2024 Shantiniketan: প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষ মেলার মতই বিভিন্ন কারণ দেখিয়ে বসন্ত উৎসব বন্ধ রেখেছিলেন!
advertisement
1/10

*বসন্ত উৎসব মানেই কবিগুরুর লাল মাটির শহর শান্তিনিকেতন। তবে এ বারও অনিশ্চয়তায় শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব। বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরেও শুধুমাত্র পড়ুয়া, কর্মী ও অধ্যাপকদের মধ্যে সীমিত পরিসরে বসন্ত বন্দনার আয়োজন হবে কিনা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। প্রতিবেদনঃ সৌভিক রায়। ফাইল ছবি।
advertisement
2/10
*প্রসঙ্গত ২০১৯ সালে শেষবার বসন্তোৎসব হয়েছিল বিশ্বভারতীর প্রাঙ্গণে। তাতে অংশ নিয়েছিলেন শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। অংশ নিয়েছিলেন দূর-দূরান্তের পর্যটকরাও। ফাইল ছবি।
advertisement
3/10
*২০২০ সালে মুখ্যমন্ত্রী প্রায় এক কোটি টাকা আর্থিক সাহায্য করলেও করোনা অতিমারীর কারণে বসন্তোৎসব বন্ধ হয়ে যায়। এরপরই প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তে তৈরি হয় বিতর্ক। ফাইল ছবি।
advertisement
4/10
*বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়া ও অধ্যাপক কর্মীদের সংঘাত তৈরি হয়। ২০২১-২৩, পর পর তিন বছর বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, কর্মী ও পড়ুয়াদের নিয়ে নিজেদের মধ্যেই ঘরোয়াভাবে এই উৎসব উদযাপন করে বিশ্বভারতী। ফাইল ছবি।
advertisement
5/10
*তিন বছর পর পূর্বপল্লির মাঠে বসেছিল বিকল্প পৌষমেলা। বিশ্বভারতী সহযোগিতা করলেও বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে পৌষমেলায় স্থানীয় হস্তশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি রুজির প্রশ্নে এবছর নজির তৈরি করেছে। ফাইল ছবি।
advertisement
6/10
*সকলেরই আশা রয়েছে পৌষমেলার মতোই এবছর বসন্তোৎসব আয়োজন হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও সদর্থক ভূমিকা পালন করেনি। ফাইল ছবি।
advertisement
7/10
*সঙ্গীত ভবনের পড়ুয়া সঙ্গীতা দাস জানান, "নির্দেশিকা না আসায় নাচ গানের মহড়াও শুরু হয়নি এখনও পর্যন্ত। অল্প দিনের সময়ে কি হবে কিছুই বুঝতে পারছি না। আগের মত আদৌ কি হবে বসন্তোৎসব? নাকি ঘরোয়াভাবে হবে বসন্ত বন্দনা? বুঝতে পারছি না।" ফাইল ছবি।
advertisement
8/10
*বোলপুরের ব্যবসায়ী সমিতির সুব্রত ভকত ও সুনীল সিং বলেন, “শান্তিনিকেতনের প্রধান দুটি বড় উৎসব পৌষমেলা ও বসন্তোৎসব। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শান্তিনিকেতন। এখানকার পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা সারা বছর অপেক্ষায় থাকেন এই দুটি উৎসব ঘিরে। অথচ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। বসন্তোৎসবের আয়োজন হোক পৌষমেলার মতোই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।" ফাইল ছবি।
advertisement
9/10
*বসন্তোৎসবের আয়োজন নিয়েই উদ্বিগ্ন পড়ুয়া, কর্মী ও অধ্যাপকেরাও। শান্তিনিকেতনে বসন্তোৎসবের এবার আয়োজন হবে কিনা, হলেও পর্যটক থেকে সাধারণ মানুষ বিশ্বভারতী ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে কি না, এ সব প্রশ্নে কান না দিয়েই বসন্তোৎসবে স্থানীয় হোটেল, লজ প্রায় বুকিং শেষ পর্যায়ে। ফাইল ছবি।
advertisement
10/10
*বসন্তোৎসব আদৌ হবে কিনা চিন্তায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। বিশ্বভারতীর কর্মী ও অধ্যাপকদের একাংশের দাবি, "আর মাত্র হাতেগোনা কয়েক দিন বাকি। কিন্তু বসন্তোৎসব নিয়ে কোনও উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।" ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Holi 2024: দোলে শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছেন? পর্যটকরা হতাশ হবেন, যাওয়ার আগে আজই জেনে নিন