Holi 2024: দোল পূর্ণিমা মানে নস্ট্যালজিয়াও, বাহালির মঠ-ফুট কড়াই আর মুড়কি! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Holi 2024: মূলত চিনির তৈরি উঁচু শক্ত একটি মিষ্টি, সেটা ফুল পাখি বিভিন্ন আকারের বৈচিত্র্যের এই মট পাওয়া যায় শুধুমাত্র এই দোল পূর্ণিমাতে।
advertisement
1/7

দোলযাত্রার দিনে রাধা কৃষ্ণের মঠ এবং ফুট কড়াই দিয়ে পুজো করার রীতি বহু দিন ধরে চলে আসছে।
advertisement
2/7
কী এই মঠ, দোলের বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন বাতাসে কারখানায় গাঢ় চিনির রস ছাঁচে ফেলে কারিগরেরা তৈরি করেন এই রকমারি মন্দিরের চুড়ার আকারে এই মিষ্টি
advertisement
3/7
আর এই দোল পূর্ণিমায় বিভিন্ন মেলাতে ঘুরতে গেলে আপনার চোখে পড়বে গোলাপি হলুদ সাদা নানা রঙের মঠের পসরা দিয়ে দোকান সাজানো।
advertisement
4/7
একটা সময় ছিল যখন দোলের পর মিষ্টিমুখ মানেই ছিল মঠ ফুট কড়াই আর সঙ্গে মুড়কি তবে আজও চল আছে চুটিয়ে রং খেলার ফাঁকে ফাঁকে চলত এই মট আর ফুট কড়াই মুখ চালানো
advertisement
5/7
দোলের দিনের পুজোর এগুলো আবশ্যিক কারণ পারিবারিক রীতি মেনে এখনো দেবতার পাতে জায়গা করে নেয় এগুলি, গোলাপি হলুদ সাদা মূলত এই তিন রঙের মেলে মঠ।
advertisement
6/7
মূলত চিনির তৈরি উঁচু শক্ত একটি মিষ্টি সেটা ফুল পাখি বিভিন্ন আকারের বৈচিত্রের এই মট পাওয়া যায় শুধুমাত্র এই দোল পূর্ণিমাতে
advertisement
7/7
দোলযাত্রার দিনে রাধা কৃষ্ণের মঠ এবং ফুট করাই দিয়ে পুজো করার রীতি বহু দিন ধরে আজও রীতি মেনে আজও চলে আসছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Holi 2024: দোল পূর্ণিমা মানে নস্ট্যালজিয়াও, বাহালির মঠ-ফুট কড়াই আর মুড়কি! দেখুন