মানুষ তো আছেই... এখানে গবাদি পশুদের দুর্ভোগও মন খারাপ করাবে! ভিলেন কে বলুন তো?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
গবাদি পশুর অবস্থাও উদ্বেগজনক। ছাগল, গরু, হাঁস-মুরগিকে কোলেপিঠে করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীরা।
advertisement
1/5

মামোদপুর, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা : হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উত্তর মামুদপুরে টানা নিম্নচাপের জেরে জীবনযাপন বিপর্যস্ত। কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। কোথাও হাঁটু পর্যন্ত, কোথাও আবার কোমর সমান জল জমে রয়েছে। ফলে ওই অঞ্চলের শতাধিক মানুষ কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/5
এলাকার বেশ কয়েকটি পরিবার জানিয়েছে, ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, বাইরের কারও সাহায্যও মিলছে না। জল ঢুকে পড়েছে অনেকের বসতবাড়িতেও। রান্না, শৌচালয়, পানীয় জল - সব কিছুতেই নাজেহাল পরিস্থিতি। সবচেয়ে দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
3/5
গবাদি পশুর অবস্থাও উদ্বেগজনক। ছাগল, গরু, হাঁস-মুরগিকে কোলেপিঠে করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীরা। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গার স্কুল কিংবা পাকা ভবনের ছাদে। প্রতিনিয়ত বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলছে। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
4/5
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই এলাকায় বর্ষার সময় জল জমার সমস্যা থাকলেও কোনও স্থায়ী সমাধান করা হয়নি। পঞ্চায়েত স্তর থেকে একাধিকবার দাবি জানানো হলেও কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
5/5
এখন প্রশ্ন, কবে মিলবে মুক্তি এই দুর্ভোগ থেকে? আদৌ কি সুবিধা আসবে গৃহবন্দী এই পরিবারগুলির জীবনে? প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ত্রাণ কিংবা সাহায্য না পৌঁছনোয় ক্ষোভে ফুঁসছে গ্রামের সাধারণ মানুষ। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মানুষ তো আছেই... এখানে গবাদি পশুদের দুর্ভোগও মন খারাপ করাবে! ভিলেন কে বলুন তো?