Hilsha or Iish Mach: ইলিশ ভালবাসেন! আপনার জন্য ধামাকা খবর, কাঁড়িকাঁড়ি ইলিশ ধরা পড়বে জেলেদের জালে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsha or Ilish Mach: চলতি ট্রিপে বাড়ছে ইলিশ আসার সম্ভবনা, খুশি মৎস্যজীবীরা
advertisement
1/5

: চলতি ট্রিপে বাড়ছে ইলিশ আসার সম্ভবনা। গতবার মৎস্যজীবীদের জালে ইলিশ পড়তে শুরু করেছিল। আবারও নতুন করে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছেন। এবার তারা আসা করছেন জালে বেশি পরিমাণে ইলিশ আসবে।
advertisement
2/5
গত বছর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিপুল পরিমাণে ইলিশ আসে ডায়মন্ড হারবারে, কিছু পরিমাণ দিঘাতেও আসে। এর কিছু দিনের মধ্যেই ইলিশ সমুদ্র ও নদী থেকে যেন উধাও হয়ে গিয়েছিল।
advertisement
3/5
ফের ইলিশের ঝাঁকের দেখা মেলে দুর্গাপুজোর কিছু আগে। তবে সেটা খুব পরিমাণে। এবার জুলাইয়ের শেষ দিকে দেখা মিলেছে ইলিশের।
advertisement
4/5
ফলে এই ট্রিপে জালে ইলিশ আসার সম্ভবনা তৈরি হয়েছে। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস জানিয়েছেন ইলিশ মূলত বর্ষাকালে ধরা হয়।পুজোর সময় একটা বিপুল চাহিদা থাকে বাজারে। এরপর কার্যত ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যায়। ফলে আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস আছে মৎস্যজীবীদের কাছে।
advertisement
5/5
একমাসের মধ্যে ৩ থেকে ৪ বার যাওয়া যায় ট্রিপে। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সেই ট্রিপের সংখ্যা কমে। তবে পরিস্থিতি অনুকূল রয়েছে জালে মাছ আসবেই বলে আশাবাদী তারা। গতবার ১০০ টনের বেশি মাছ এসেছিল। এবার কত পরিমাণে আসে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলেই। Input- Nawab Mullick
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsha or Iish Mach: ইলিশ ভালবাসেন! আপনার জন্য ধামাকা খবর, কাঁড়িকাঁড়ি ইলিশ ধরা পড়বে জেলেদের জালে