Hilsha Fish: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বাজার, একবার এসে সস্তায় কিনে নিন কেজি-কেজি টাটকা ইলিশ, রইল সুলুক সন্ধান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsha Fish: কলকাতার কাছেই এই বাজার মেলে সদ্য ধরে আনা টাটকা ইলিশ! কোথায় জানুন
advertisement
1/6

ইলিশ খেতে ভালবাসেন। কিন্তু শহরে থেকে টাটকা ইলিশ খেতে পারছেন না। তাহলে চলে আসুন কলকাতার কাছে নগেন্দ্রবাজারে।
advertisement
2/6
কলকাতা থেকে মাত্র ৫২ কিলোমিটার দূরের এই মাছবাজারে সদ্য ধরে আনা ইলিশ মাছ বিক্রি হয়। স্বাদ হয় খুব সুন্দর।
advertisement
3/6
এই বাজারে মন মন ইলিশ ঢোকে। জেলেরা জাল থেকে ধরেই মাছ এই বাজারে নিয়ে আসেন বিক্রির জন্য।
advertisement
4/6
এখান থেকে মাছ বিদেশেও রফতানি হয়। এখানে পাইকারি ও খুচরা দুই পদ্ধতিতেই মাছ বিক্রি হয়।
advertisement
5/6
কলকাতা থেকে বাসে করে অথবা ট্রেনে ডায়মন্ডহারবার স্টেশনে নেমে টোটোতে করে আপনি পৌঁছাতে পারেন নগেন্দ্রবাজারে।
advertisement
6/6
এই বাজারে রোজ ইলিশের মেলা বসে। বিকালের পর আসলে আপনি এই টাটকা ইলিশ পাবেন কম দামে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsha Fish: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই বাজার, একবার এসে সস্তায় কিনে নিন কেজি-কেজি টাটকা ইলিশ, রইল সুলুক সন্ধান