Hilsha Fish Ball recipe: ইলিশ মাছ রয়েছে ঘরে? বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাক্স! জীবনে খাননি!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় অনেকরকম সুস্বাদু খাবার। তেমনই একটি পদ হলো ইলিশ বল। সাধারণত আমরা যেভাবে ফিশবল তৈরি করি সেভাবেই করতে হয় এটি।
advertisement
1/6

ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় অনেকরকম সুস্বাদু খাবার। তেমনই একটি পদ হলো ইলিশ বল। সাধারণত আমরা যেভাবে ফিশবল তৈরি করি সেভাবেই করতে হয় এটি।
advertisement
2/6
ইলিশ বল তৈরি করতে লাগবে ইলিশ মাছ ৬ টুকরো, সয়াসস ২ টেবিল চামচ, নুন পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধ চা-চামচ।
advertisement
3/6
সিদ্ধ ডিম, গাজর কুচি, আলু কুচি, বরবটি কুচি, গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ, মাখন ৫০ গ্রাম, জিরার গুঁড়া ১ চা-চামচ, ডিম ২টা, ব্রেডক্রাম প্রয়োজনমত।
advertisement
4/6
সব উপকরণ দিয়ে মাছ সিদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। সিদ্ধ ডিম দুটি মিহি কুচি করে নিতে হবে। সবজিগুলো অল্প লবণ দিয়ে সাদ্ধ করে নিতে হবে।
advertisement
5/6
ডিম ও ব্রেডক্রাম ছাড়া সব উপকরণ একসঙ্গে মাখাতে হবে। এবার বলের মতো বানিয়ে ডিমে চুবিয়ে ক্রামে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে।
advertisement
6/6
এই ইলিশ বল গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে। তাহলে আর দেরি কিসের বাড়িতে বানিয়ে ফেলুন ইলিশ বল।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsha Fish Ball recipe: ইলিশ মাছ রয়েছে ঘরে? বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাক্স! জীবনে খাননি!