Hilsh: সপ্তাহান্তে বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভেঙে কমছে দাম! কোন ওজনের ইলিশের কত দাম? অবিশ্বাস্য কথা জানালেন মাছ ব্যবসায়ীরা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Hilsa Price: আবহাওয়া অনুকূলে, প্রথা ভেঙেছে ইলিশ মাছ। চলতি বছর ভাদ্র মাসের বদলে, শ্রাবণ মাসেই দিঘায় রেকর্ড সংখ্যক ইলিশ মাছ উঠছে। দাম মধ্যবিত্তের নাগালে।
advertisement
1/6

*চলতি বছর দিঘায় ইলিশ চিরাচরিত ট্রেন্ড ভেঙেছে। ভাদ্র মাসের বদলে শ্রাবণ মাসেই উঠছে ইলিশ। ছিঁটেফোঁটা বৃষ্টির মাঝে শ্রাবণের মৃদুমন্দ হাওয়া। চলতি বছর দিঘা ইলিশে ইলিশে ছয়লাপ। মুখে হাসি ফুটছে মৎস্যজীবীদের মুখে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর শ্রাবণে ভাল পরিমাণ ইলিশের দেখা মিলেছে।
advertisement
2/6
*দিঘায় শ্রাবণ মাসের আগে এত ইলিশ শেষ কবে উঠেছে মনে করতে পারছেন না ট্রলার মালিক থেকে মৎস্য ব্যবসায়ীরা। চলতি বছর মাছ ধরার মরশুমে শ্রাবণ মাসে কুইন্টাল কুইন্টাল ইলিশ উঠছে। শেষ মঙ্গলবার দিঘা মোহনা মার্কেটে পাইকারি বাজারে প্রায় ৪৫ টন ইলিশ উঠেছিল।
advertisement
3/6
*অন্যান্য বছরের তুলনায় এবার শ্রাবণ মাসে দিঘায় ভাল পরিমান ইলিশ উঠছে। ফলে অন্যান্য বছরে তুলনায় চলতি বছর ইলিশের দাম কিছুটা কম। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশ বর্তমানে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। ৮০০ গ্রাম কিংবা এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০ টাকা থেকে ১২০০ টাকা কেজি দরে।
advertisement
4/6
*মৎস্য ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছরে শ্রাবণে এত বিপুল পরিমাণে ইলিশের দেখা মেলেনি। চলতি বছরে যেভাবে ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলছে তাতে মৎস্য প্রিয় বাঙালির ভোজনবিলাসে ইলিশের কমতি থাকবে না বলা চলে। বর্তমানে দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে প্রতিদিনই ইলিশের যোগান রয়েছে।
advertisement
5/6
*দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, "এবছর শ্রাবণে যেভাবে ইলিশ উঠছে, বিগত কয়েক বছর শ্রাবণ মাসে ইলিশ ওঠেনি। অন্যান্য বছর ভাদ্র মাসে ইলিশ উঠত। কিন্তু এ বছর শ্রাবণের শুরু থেকেই দিঘায় ভাল পরিমান ইলিশ উঠছে। তাতে আগামী কয়েক দিনে আরও ইলিশের যোগান মিলবে আশা করা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় দাম কিছুটা কম এবার।”
advertisement
6/6
*মৎস্যজীবীদের দাবি, চলতি বছর মাছ ধরার মরসুম শুরু হওয়ার থেকেই আবহাওয়া অনুকূলে। বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বইছে বাতাস। আর তাতেই ঝাঁক ঝাঁক ইলিশ উঠে আসছে শ্রাবণ মাসেই। মৎস্যজীবীদের অনুমান চলতি বছর শ্রাবণের পর ভাদ্র মাসেও এভাবে ইলিশ উঠে আসবে। তাতে ইলিশের দাম মধ্যবিত্তের নাগালেই থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsh: সপ্তাহান্তে বাজার ভাসবে ইলিশে, সব রেকর্ড ভেঙে কমছে দাম! কোন ওজনের ইলিশের কত দাম? অবিশ্বাস্য কথা জানালেন মাছ ব্যবসায়ীরা