TRENDING:

Hilsa Fish: রূপালী টাটকা ইলিশ আসছে কবে বাজারে...? দাম কত হবে? বর্ষা আসতেই শুরু 'ইলিশমঙ্গল'

Last Updated:
Hilsa Fish: বাঙালি মানেই মাছে-ভাতে। আর সেই মাছ যদি হয় ইলিশ তবে তো সোনায় সোহাগা। তবে টাটকা ইলিশ পেতে আর অপেক্ষা নয়। খুব শিগগিরই বা বাঙালির পাতে পড়বে সেই মহার্ঘ ইলিশ।
advertisement
1/11
রূপালী টাটকা ইলিশ আসছে 'কবে' বাজারে? দাম কত হবে? বর্ষা আসতেই শুরু 'ইলিশমঙ্গল'
বর্ষা পা দিয়েছে রাজ্যে। আর বর্ষা মানেই ইলিশ। রুপালি ইলিশের খোঁজে এবার বাঙালি ছুটবে বাজারে। বাঙালি মানেই মাছে-ভাতে। আর সেই মাছ যদি হয় ইলিশ তবে তো সোনায় সোহাগা। তবে টাটকা ইলিশ পেতে আর অপেক্ষা নয়। খুব শিগগিরই বা বাঙালির পাতে পড়বে সেই মহার্ঘ ইলিশ।
advertisement
2/11
আপাতত ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী ১৫ জুন। তার পরেই ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি দেবেন মত্সজীবীরা। ইতিমধ্যেই উপকূলে মৎস্যজীবীদের সাজ সাজ রব।
advertisement
3/11
দুমাস মাছ ধরা বন্ধ থাকার পর ফের জলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডায়মন্ডহারবারের মত্সজীবীরা। ট্রলারে রং করা, তেল ভরা, বরউ মজুত করার মতো কাজ সেরে নিচ্ছেন মত্সজীবীরা। জালের বাঁধন যাতে আলগা না হয়ে যায় তা নিশ্চিত করছেন তাঁরা।
advertisement
4/11
সাগর, ডায়মন্ডহারবার-সহ সন্নিহিত বিভিন্ন এলাকায় ১৫০০ ট্রলার রয়েছে। তাদের মধ্যে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ডায়মন্ডহারবারের এফবি মহামায়া, এফবি দুর্গা-য় চলছে পুজো দেওয়ার পালা।
advertisement
5/11
গত মরশুমে সেভাবে মেলেনি ইলিশ। কিন্তু এবছর আশায় বুক বেঁধেছেন তারা। জালে উঠবে রূপালী শস্য ইলিশ। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে।
advertisement
6/11
কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা গঙ্গাসাগর-সহ ডায়মন্ড হারবারে এই ট্রলারের ওপরই নির্ভরশীল শত শত মৎস্যজীবীর পরিবার।
advertisement
7/11
মহাজনের কাছে ঋণ নিয়ে রেখেছে মৎস্যজীবীরা,জালে ইলিশ ধরা দিলে সেই ঋণ শোধ দিয়ে হাসি ফুটবে পরিবারের মুখে। আর তাই আশায় বুক বেঁধে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। তবে ইলিশ উঠলে দাম কত হবে তা এখনই বলতে পারছেন না মত্সজীবীরা।
advertisement
8/11
দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমা, সাগর, নামখানা, সাগরদিঘির মতো জায়গাগুলোতে প্রস্তুত রয়েছে শয়ে শয়ে ট্রলার।
advertisement
9/11
এর মাঝেই সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে মৎস্যজীবীরা যাতে দুর্ঘটনার মুখে না পড়েন তার জন্য নিরাপত্তার পাঠ দিচ্ছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা৷
advertisement
10/11
এখনও পর্যন্ত যা খবর তাতে ১৬ জুন থেকে সাগরে সাগরে ইলিশ অভিযানে পাড়ি দিতে চলেছেন মৎস্যজীবীরা।
advertisement
11/11
তবে জানা যাচ্ছে গত বছরের তুলনায় মাছ ধরার মরশুমের শুরুতে কম সংখ্যক ট্রলার এবার রওনা দিচ্ছে। সব ঠিক থাকলে আগামী শুক্রবার থেকেই ট্রলারগুলি যাত্রা করবে গভীর সমুদ্রের উদ্দেশ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsa Fish: রূপালী টাটকা ইলিশ আসছে কবে বাজারে...? দাম কত হবে? বর্ষা আসতেই শুরু 'ইলিশমঙ্গল'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল