TRENDING:

Ilish: পুজোয় ইলিশের আকাল! ভাইফোঁটায় বাজারে আসবে এত এত ইলিশ! দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম?

Last Updated:
Ilish: শারদোৎসবে ইলিশের ব্যাপক ঘাটতি। তবে মৎস্যজীবীরা আশা করছেন, অক্টোবর জুড়ে মাছধরা চললে ভাইফোঁটার আগে বাজারে ইলিশের জোগান বাড়তে পারে
advertisement
1/6
ভাইফোঁটায় বাজারে আসবে এত এত ইলিশ! দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম?
এবছর শারোদোৎসবের ইলিশের ঘাটতি মিটতে পারে ভাইফোঁটার আগে। এমন কথা জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। তবে বাংলার শ্রেষ্ঠ উৎসবের সময় চাহিদা অনুযায়ী এবছর ইলিশের জোগান থাকছেনা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
প্রতিবছর দুর্গাপুজোর পর ধীরে ধীরে ইলিশ ধরা কমে যায়। শীত পড়তে শুরু করলে মাছ তেমন পাওয়া যায়না। তবে এবছর পুজোর সময় এগিয়ে আসায় অক্টোবর জুড়েও মাছধরা চলবে এবং ইলিশ পাওয়া যাবে‌। ফলে ভাইফোঁটায় পাতে ইলিশ পড়বে।
advertisement
3/6
বর্তমানে নিম্নচাপের কারণে সমুদ্র এখন উত্তাল। প্রতিকূল আবহওয়া দেখে গভীর সমুদ্র থেকে সব ট্রলার উপকূলে ফিরে এসেছে। তাছাড়া, বাংলাদেশ থেকে যে ইলিশ আসছে, তা নিয়েও নানারকম সমস্যা তৈরি হয়েছে।
advertisement
4/6
পুজোর শেষে আবার সবাই সমুদ্রে পাড়ি দেবে। তাই এবার শারদোৎসবে বাংলার ইলিশ পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অলোক হালদার জানান, বাজারে ইলিশের চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছেন না তাঁরা। মাছ একেবারে নেই বললেই চলে।
advertisement
5/6
গত বছর মৎস্যজীবীরা গভীর সমুদ্রে সপ্তমী পর্যন্ত মাছ ধরেছেন। কিন্তু এবছর নিম্নচাপের জন্য তাঁদের অনেক আগেই সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে। ইলিশও পাওয়া যায়নি সেভাবে।
advertisement
6/6
সব মিলিয়ে একটা বড় আশঙ্কা তৈরি হয়েছে এবছর। এবার পুজোয় বোধ হয় বাঙালির পাতে ইলিশ পড়বে না। তবে পুজোয় ইলিশ না পেলেও পরের মাসে আবহাওয়া ভাল থাকলে ইলিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ilish: পুজোয় ইলিশের আকাল! ভাইফোঁটায় বাজারে আসবে এত এত ইলিশ! দামেও ব্যাপক সস্তা! কত কেজির মাছের কেমন দাম?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল