Hilsha: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
কাকদ্বীপ বাজারে এল বিশালাকার ইলিশ মাছ। এই ইলিশ মাছ দেখে চক্ষু ছানাবড়া সকলের।
advertisement
1/7

কাকদ্বীপ বাজারে এল বিশালাকার ইলিশ মাছ। প্রায় আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছ দেখে চক্ষু ছানাবড়া সকলের। এই ইলিশ মাছের দাম ৬ হাজার টাকা ছাড়িয়েছে। (নবাব মল্লিক)
advertisement
2/7
প্রথমে ১২০০ টাকা কেজি দরে ডাক শুরু হয়। ধীরে ধীরে বাড়তে থাকে টাকার অঙ্ক। শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম ওঠে কেজি প্রতি আড়াই হাজার টাকা।
advertisement
3/7
২০২২ এবং ২০২৩ সালে সর্বোচ্চ তিন কেজি ওজনের ইলিশ মাছ স্থানীয় বাজারে দেখা গিয়েছিল। এই মাছটি ছোট ডিঙি নৌকাতে ধরা পড়েছে।
advertisement
4/7
স্থানীয় নদী থেকেই মৎস্যজীবীরা এতবড় ইলিশ মাছ ধরেছেন। ইলিশ সাধারণত ট্রলারে ধরা হয়। সুন্দরবন এলাকায় ছোট ডিঙি নৌকা নিয়েও অনেকে মাছ ধরেন।
advertisement
5/7
স্থানীয় নদীতে জাল ফেলে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেরকম ছোট ডিঙি নৌকা নিয়ে কাকদ্বীপের চার মৎস্যজীবী মুড়িগঙ্গা নদীতে গিয়েছিলেন মাছ ধরতে।
advertisement
6/7
সেখানেই তাদের জালে এই মাছ ধরা পড়ে।দেরি না করে সঙ্গে সঙ্গে তাঁরা ওই ইলিশ নিয়ে যান কাকদ্বীপের পালবাজারের একটি আড়তে।
advertisement
7/7
গতবছরেও ৩ কেজির উপর মাছ ধরা পড়েছিল। এবার এই প্রথম এল এত বড় মাছ। ফলে কিছুটা হলেও খুশি মৎস্যজীবীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Hilsha: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!