Digha Weather update| দৈত্যের মতো ঢেউ দিঘার সমুদ্রে, বৃষ্টিতে পোয়াবারো পর্যটকদের, দেখুন ছবিতে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Digha Weather update| গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টির সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র।
advertisement
1/7

দিঘায় আজও জলোচ্ছাস৷ উত্তাল সমুদ্র! গত কয়েকদিনের মতো আজও দফায় দফায় বৃষ্টির সঙ্গে উত্তাল হচ্ছে সমুদ্র।
advertisement
2/7
জলোচ্ছাসের ফলে কয়েক ফুট উঁচু ঢেউ উপচে পড়ছে গার্ডওয়ালের ওপর থেকে। দেখে দিঘায় হাজির পর্যটকরা বেজায় খুশি!
advertisement
3/7
ফিরছে ইয়াসের স্মৃতি। ইয়াসের সময়েই এভাবে জল উঠে এসেছিল রাস্তায়। বহু মানুষকে ঘর ছাড়তেও হয়েছিল। এবার অবশ্য সমুদ্রে তেমন কোনও বিপদের পূর্বাভাস নেই। নেই মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতাও।
advertisement
4/7
অন্য দিকে কলকাতায় তুমুল বৃষ্টি চলেছে গত চব্বিশ ঘণ্টায়। গতকাল রাত দশটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ (মিলিমিটারে)-মানিকতলা ৩৯ ,বীরপাড়া ৪০,বেলগাছিয়া ৪৮, ধাপা ৪৬,তপসিয়া ৫৪,উল্টোডাঙ্গা ৪৫,পামার বাজার ৪৮ ,ঠনঠনিয়া ৪৩ , বালিগঞ্জ ৪৩।
advertisement
5/7
এছাড়া মোমিনপুর ৫৭,চেতলা ৩৭,যোধপুর পার্ক ৩৬,কালীঘাট ৪৭,গড়িয়া ৪৭,তারাতলা ৪৫, পাতিপুকুর ৪১, জিনজিরা বাজার ৪১, বেহালা ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
6/7
কলকাতা কর্পোরেশনের বহু এলাকায় জল জমে রয়েছে। গড়িয়ার নয়াবাদে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। চারিদিকে জল থৈ থৈ অথচ ঘরের কাজের জন্য জলের সংকট।
advertisement
7/7
ভিআইপি রোডের হলদিরামের প্রচুর পরিমাণে জল জমার কারণে যাত্রীদের ভোগান্তি রাস্তা পারাপার হতে রিক্সা ভাড়া নেয়া হচ্ছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Weather update| দৈত্যের মতো ঢেউ দিঘার সমুদ্রে, বৃষ্টিতে পোয়াবারো পর্যটকদের, দেখুন ছবিতে