House House: নীলদর্পণ স্মৃতিতে থাকলেও হারিয়ে যাচ্ছে দীনবন্ধু মিত্রের ভিটে
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Heritage House: নীলদর্পণ নাটক ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম দলিল হয়ে আছে। কিন্তু তার স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক দীনবন্ধু মিত্রের ভিটেই আজ মুছে যেতে বসেছে
advertisement
1/6

দিন কয়েক আগেই গিয়েছে বাংলা সাহিত্যে বিশেষ পরিচিত নাট্যকার ও কবি দীনবন্ধু মিত্রের জন্মদিন। তাঁর স্মৃতি বইয়ের পাতায় থাকলেও, ধ্বংসের পথে সাহিত্যিক দীনবন্ধু মিত্রের হেরিটেজ তকমা পাওয়া বাসভবন
advertisement
2/6
জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই ভগ্নপ্রায় প্রাচীন অট্টালিকা। কিন্তু, তার প্রতিটি ইটের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে জেলারই এক ঐতিহাসিক স্থান
advertisement
3/6
“নীলদর্পন” বইএর লেখক দীনবন্ধু মিত্রের বাড়িটি বর্তমানে কার্যত ভুতুড়ে বাড়ির রূপ নিয়েছে। বাড়ির গা বেয়ে নেমেছে গাছের ঝুরি। হেরিটেজ হিসেবে গণ্য হলেও দেখে বোঝার উপায় নেই
advertisement
4/6
বনগাঁ মহকুমার অন্তর্গত গোপালনগর থানার চৌবেড়িয়া গ্রামে দীনবন্ধু মিত্রের বাসভবনের অবশিষ্ট অংশ পড়ে রয়েছে তেরো কাঠা এলাকা জুড়ে। বনগাঁ শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত চৌবেড়িয়া তাঁর জন্ম ভিটে
advertisement
5/6
দীনবন্ধু মিত্রের নামে স্কুল, রাস্তার নামকরণ হয়েছে। দীনবন্ধু মিত্রের বর্তমান বংশধররা জানান, বাড়িটি হেরিটেজ হয়েছে অনেক আগেই, তবে হয়নি বাড়ি রক্ষণাবেক্ষণ বা সংস্কার। অবিলম্বে সরকারের তরফ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সংস্কার করা হোক এই সাহিত্যিকের বাসভবন, চাইছেন পরিবারের সদস্যরা
advertisement
6/6
হেরিটেজ বাড়িটি অবিলম্বে সংস্কার না করা হলে এক সময় হারিয়ে যাবে এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন, এমনটাই দাবি এলাকার স্থানীয় বাসিন্দাদেরও। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি করে আসলেও স্মৃতি আগলে রাখতে এখনও কোন উদ্যোগ নেই প্রশাসনের