IMD Rain Alert: প্রবল দুর্যোগ...! এখনই ধেয়ে আসছে কাঁপিয়ে ঝড়বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাতে ফালাফালা আকাশ! রবিবার দিনভর কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
IMD WB Weekend Heavy Rain Alert: কিছুক্ষণেই ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা। রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী দু-ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে...
advertisement
1/12

*আবহাওয়ার বদল শুরু। কিছুক্ষণেই ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা। রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী দু-ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সর্তকতা জারি আলিপুরের। ফাইল ছবি।
advertisement
2/12
*শীতের বিদায় বেলা বৃষ্টির আগমন। ভিজছে দক্ষিণের একাধিক জায়গায়। মেঘলা আকাশে ঢাকা থাকছে দক্ষিণের জেলাগুলি। পুরুলিয়ার তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে। শীতের প্রভাব নেই বললেই চলে। কিছুক্ষণেই ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা। ফাইল ছবি।
advertisement
3/12
*গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। তার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। আজ শনি এবং আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
4/12
*কলকাতায় সন্ধ্যে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ফাইল ছবি।
advertisement
5/12
*শনিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগতই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে পুরুলিয়ায়। আবহাওয়ার পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে। ফাইল ছবি।
advertisement
6/12
*দক্ষিণবঙ্গে আজ থেকে কাল সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বাকি জেলাতে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ফাইল ছবি।
advertisement
7/12
*আবহাওয়া পরিবর্তন হতে দেখা গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতায়। বৃষ্টির মধ্যেই ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের পারদ। ফাইল ছবি।
advertisement
8/12
*রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
9/12
*বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, তুষারপাতেরও সম্ভাবনা। জলপাইগুড়ি,কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টির মধ্যেই দার্জিলিংয়ে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতে থাকেবে বেশ কিছু জায়গায়। ফাইল ছবি।
advertisement
10/12
*বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবারের পাশাপাশি রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রবিবার পর্যন্ত। ফাইল ছবি।
advertisement
11/12
*দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ে। আগামীকাল থেকে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
12/12
*শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Rain Alert: প্রবল দুর্যোগ...! এখনই ধেয়ে আসছে কাঁপিয়ে ঝড়বৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাতে ফালাফালা আকাশ! রবিবার দিনভর কোন জেলায় কেমন আবহাওয়া? আলিপুরের লেটেস্ট আপডেট