Weekend Heavy Rainfall Alert: সপ্তাহান্তে ফের কাঁপাবে ঝড়-বাদল, জারি জেলায়, জেলায় ইয়েলো অ্যালার্ট, কোন কোন জেলায় তোলপাড়, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Weekend Heavy Rainfall Alert: জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা
advertisement
1/7

পশ্চিম মেদিনীপুর: শুক্রবারের পর উইকএন্ডেও জেলা জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই এদিন সকাল থেকে চারিদিক মেঘাচ্ছন্ন রয়েছে। শুক্রবারও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে সকাল থেকে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। Photo Represnetative (Meta AI)
advertisement
2/7
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ভারী বৃষ্টি হয়েছে সঙ্গে বিভিন্ন জায়গায় হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও। এছাড়াও শুক্রবার সকাল থেকে দিঘার আবহাওয়া মেঘাচ্ছন্ন। Photo Represnetative (Meta AI)
advertisement
3/7
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, শনিবারও জেলা জুড়ে বৃষ্টি হতে পারে। দুপুর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার মেদিনীপুর শহর, খড়গপুর, বেলদা শহর একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে। শুধু তাই নয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটালেও।
advertisement
4/7
এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ডিগ্রি। জেলা জুড়ে গড় আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। আট অগাস্ট, শুক্রবার সকাল থেকেই তমলুক, হলদিয়া, এগরা, দিঘা সর্বত্রই মেঘলা আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। জেলা জুড়ে এদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
5/7
দিঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় শুক্রবার বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/7
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। এদিন বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দিঘা সহ জেলায়।
advertisement
7/7
স্বাভাবিকভাবে সপ্তাহের শেষেও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস সূত্রে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে দুই জেলায়। শুক্রবারের পর শনিবারও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়ে। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weekend Heavy Rainfall Alert: সপ্তাহান্তে ফের কাঁপাবে ঝড়-বাদল, জারি জেলায়, জেলায় ইয়েলো অ্যালার্ট, কোন কোন জেলায় তোলপাড়, রইল ওয়েদার আপডেট