IMD Bengal Weather Update: ঘোর নিম্নচাপ বঙ্গোপসাগরে...আর কিছুক্ষণের মধ্যে হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও একবার দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের হলুদ সর্তকতা।
advertisement
1/6

সোমবার সন্ধ্যের পর থেকে আবহাওয়া বদল হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার।
advertisement
2/6

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির দুর্যোগের সতর্কতা। বিশেষ করে উপকূলবর্তী জেলা ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবারও একবার দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঝড়ের হলুদ সর্তকতা।
advertisement
3/6
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এদিন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে চলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মূলত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও বঙ্গোপসাগরে নিম্ন চাপের কারণে নতুন করে দুর্যোগের ভ্রুকুটি।
advertisement
4/6
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগে আশঙ্কা একাধিক জেলায়। বিশেষ করে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুর জেলায় এদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া। কয়েক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
6/6
২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল থেকেই তমলুক, হলদিয়া, এগরা, দিঘা সর্বত্রই মেঘলা আকাশ। জেলা জুড়ে এদিন বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দিঘা সহ জেলায়। ঘন্টায় ৫০ থেকে ৬০ কলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
IMD Bengal Weather Update: ঘোর নিম্নচাপ বঙ্গোপসাগরে...আর কিছুক্ষণের মধ্যে হুড়মুড়িয়ে নামবে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় নাকাল জীবন