TRENDING:

রাস্তা জুড়ে উপড়ে এসে পড়ল শতাব্দী প্রাচীন গাছ, ব্যারাকপুরে আতঙ্ক

Last Updated:
হঠাৎ গাছ ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল। গাছটি যখন ভেঙে পড়ে সেই সময় তলায় কোন‌ও গাড়ি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে
advertisement
1/5
রাস্তা জুড়ে উপড়ে এসে পড়ল শতাব্দী প্রাচীন গাছ, ব্যারাকপুরে আতঙ্ক
প্রবল বৃষ্টিতে এবার ব্যারাকপুরে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন গাছ। ব্যারাকপুর ক্যান্টনমেন্টের পার্ক রোডের ঘটনা। টানা বৃষ্টিতে এই বিপত্তি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। হঠাৎ বড় গাছ ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়।
advertisement
2/5
হঠাৎ গাছ ভেঙে পড়ায় গুরুত্বপূর্ণ রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল। গাছটি যখন ভেঙে পড়ে সেই সময় তলায় কোন‌ও গাড়ি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
advertisement
3/5
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এসে হাজির হন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। চলে আসেন ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ।
advertisement
4/5
প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় রাস্তা থেকে গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়দের দাবি, এই ধরনের পুরনো গাছ এলাকায় অনেক আছে। সেই গাছগুলির গোড়ার মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে ভারী বর্ষণে ওই সমস্ত গাছগুলিও যেকোনও সময় পড়ে বিপদ ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
5/5
ক্যান্টনমেন্ট বোর্ড জানিয়েছে, ঐতিহ্যবাহী এই শতাব্দী প্রাচীন গাছগুলিকে সংরক্ষণ করার পাশাপাশি নাগরিক সুরক্ষার দিকেও নজর রাখা হচ্ছে। প্রবল বর্ষণে আবারও এমন ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রাস্তা জুড়ে উপড়ে এসে পড়ল শতাব্দী প্রাচীন গাছ, ব্যারাকপুরে আতঙ্ক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল