Rain Alert-Yellow Alert: হলুদ সতর্কতা! ঘণ্টাখানেকেই ভয়ঙ্কর তাণ্ডব চলবে বৃষ্টির, ১২ জেলায় একটানা দুর্যোগ, কবে থেকে আবহাওয়ার বদল
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Rain Alert-Yellow Alert: রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি পর সোম ও মঙ্গলবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় দুর্যোগ হতে পারে। কোথায় কোথায় হতে পারে জানুন।
advertisement
1/10

Heavy Rain Alert: মার্চের শুরুতেই ধীরে ধীরে শীত এক প্রকার বিদায় নিয়ে নিয়েছে। বেড়েছে গরমের দাপট। কিন্তু কোনওভাবেই পিছু ছাড়ছে না বৃষ্টি। বৃষ্টির আরও এক দফা ইনিংস চলবে মার্চের প্রথম সপ্তাহে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। (তথ্য- শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/10
Heavy Rain Alert: দক্ষিণের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। তালিকা থেকে বাদ নেই জেলা পুরুলিয়াও। ফের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে জেলাতে। আজ, রবিবার সকাল থেকে মেঘলা আকাশে ঢেকেছে জেলা পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত।
advertisement
3/10
Heat Wave: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা রোদের দেখা মিলেছিল। এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
4/10
Heat Wave: দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো ঘামছে মানুষজন। এরই মধ্যে ফের একবার ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে প্রায় গোটা রাজ্যেই। প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে দক্ষিণের একাধিক জেলা।
advertisement
5/10
Heavy Rain Alert: রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি পর সোম ও মঙ্গলবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় দুর্যোগ হতে পারে। কোথায় কোথায় হতে পারে জানুন।
advertisement
6/10
Heavy Rain Alert: হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
7/10
Heavy Rain Alert: শুধু তা-ই নয়, এরই পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর একাধিক জেলায়।
advertisement
8/10
Heavy Rain Alert: একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। পাশাপাশি, আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
9/10
Heavy Rain Alert: সোমবার কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা। এই সময় সবকটি জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাণ্ডব চলবে ঝড়বৃষ্টির।
advertisement
10/10
Heavy Rain Alert: বসন্তের মাঝেও যেন পিছু ছাড়ছে না বৃষ্টি। শীত বিদায় নিলেও বৃষ্টির কারণে হালকা ঠান্ডার আমেজ বহাল রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। বিশেষত জেলা পুরুলিয়াতে শীতের হালকা আমেজ রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rain Alert-Yellow Alert: হলুদ সতর্কতা! ঘণ্টাখানেকেই ভয়ঙ্কর তাণ্ডব চলবে বৃষ্টির, ১২ জেলায় একটানা দুর্যোগ, কবে থেকে আবহাওয়ার বদল