Heavy Rain During Rain: দিনে-রাতে নানা খেলা বর্ষার, রাত বাড়লেই ফের তুমুল দুর্যোগ, বৃহস্পতি থেকে ফেরে ঘূর্ণাবর্তের কোপ, বাড়বে বৃষ্টির ঝাঁঝ, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Heavy Rain During Night: দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে সাধারণ মানুষ। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/10

অসম এবং বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বিহারের পর কোচবিহারের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর।
advertisement
2/10
নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
advertisement
3/10
দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
advertisement
4/10
কলকাতায় মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে।
advertisement
5/10
সকাল থেকেই আকাশের মুখ ভার। কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হবে সাধারণ মানুষ। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় একদিকে অসম অন্যদিকে বাংলাদেশের উপর দুটি আলাদা আলাদা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরে একটি সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে। Photo- Representative (Meta AI)
advertisement
6/10
এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকলে ও বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
7/10
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। ফলে রোদের তাপে বাড়বে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়বে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
8/10
মঙ্গলবার মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার কলকাতা সহ বাকি জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
9/10
উত্তরবঙ্গে মঙ্গলবার পার্বত্য অঞ্চলের ৫ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এর পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গল ও বুধবার এই জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ।
advertisement
10/10
পাঁচ আগস্ট মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। বাড়ছে তাপমাত্রার পারদ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। দিঘা শহর জেলায় জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heavy Rain During Rain: দিনে-রাতে নানা খেলা বর্ষার, রাত বাড়লেই ফের তুমুল দুর্যোগ, বৃহস্পতি থেকে ফেরে ঘূর্ণাবর্তের কোপ, বাড়বে বৃষ্টির ঝাঁঝ, রইল ওয়েদার আপডেট