Heatwave Alert || South Bengal: ৪০° সেলসিয়াস ছুঁইছুঁই...! আর কত চড়বে পারদ? দক্ষিণবঙ্গের এই জেলায় বড় সতর্কতা হাওয়া অফিসের! বাইরে বেরোতে নিষেধ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Heatwave Alert || South Bengal: দরদর করে ঘামছে শরীর! চড়চড় করে চড়ছে পারদ! দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার বড় সতর্কতা জানিয়ে দিল আবহাওয়া দফতর।
advertisement
1/8

দরদর করে ঘামছে শরীর! চড়চড় করে চড়ছে পারদ! দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার বড় সতর্কতা জানিয়ে দিল আবহাওয়া দফতর। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
2/8
এখনও বৈশাখ মাস শুরু হয়নি৷ কিন্তু গত এক সপ্তাহে বীরভূম জেলার তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
3/8
একদিকে আদ্রতা বাড়বে। সেইসঙ্গে থাকবে তাপপ্রবাহ। এমনটাই সতর্কতা আবহাওয়ার। তাতেই বাড়ি থেকে কম বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
4/8
শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর মার্চ মাসের মাঝ থেকেই জেলায় গ্রীষ্মের ছোঁয়া মেলে৷ তারপর ক্রমেই গরম বাড়তে থাকে। এই বছরও সঠিক সময়ে গরম পড়েছে। তবে গত এক সপ্তাহ ধরে তীব্র গরম জেলাবাসীকে নাজেহাল করেছে। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
5/8
শ্রীনিকেতন আবহাওয়া দফতরের কর্তারা জানান, মঙ্গলবারও জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০° সেলসিয়াস ছুঁইছুঁই। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
6/8
আবহবিদদের মতে, তাপমাত্রা বাড়লেও। বাতাসে আর্দ্রতা এখনও সে ভাবে বাড়েনি। তাই দিনের বেলায় তাপ বাড়লেও খুব একটা অস্বস্তি হচ্ছে না। ফলে শুকনো গরম মালুম হচ্ছে। সঙ্গে বেলার দিকে অল্প বিস্তর গরম হাওয়া বইতে দেখা যাচ্ছে। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
7/8
গরম যে পড়ে গিয়েছে তার নমুনাও মিলেছে বেলার দিকে শহরের রাস্তাঘাটের চিত্র দেখে। কারণ বেলা ১২ টার পর থেকে জেলা সদরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। প্রতিবেদন : শুভদীপ পাল
advertisement
8/8
ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় হচ্ছে বেলা বাড়লেই। ইতিমধ্যেই গরম থেকে স্বস্তি পেতে ঘরে, অফিসে এসি চলতে শুরু করেছে। আগামী কয়েকদিনে ৩-৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। প্রতিবেদন : শুভদীপ পাল
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heatwave Alert || South Bengal: ৪০° সেলসিয়াস ছুঁইছুঁই...! আর কত চড়বে পারদ? দক্ষিণবঙ্গের এই জেলায় বড় সতর্কতা হাওয়া অফিসের! বাইরে বেরোতে নিষেধ