Heatwave Alert Bengal: ৪০ ডিগ্রি ছাড়াবে...! ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলায়! আবহাওয়ার বিরাট আপডেট
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Heatwave Alert in West Bengal: শরীরে ডিহাইড্রেশনের ফলে নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘুরে যাওয়া, বমি হওয়া ইত্যাদি চেপে ধরেছে স্থানীয় মানুষদের। প্রত্যেকের একটাই চাওয়া, বৃষ্টি। বৃষ্টি এলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে সমগ্র বাঁকুড়া জেলা
advertisement
1/7

গরমে ধুঁকছে গোটা জেলা। সকালের মনোরম আবহাওয়া বেলা বাড়তেই অসহ্য হয়ে পড়ছে নিমেষে। ঠিক যেন চুল্লিতে প্রবেশ করেছে সমগ্র জেলা। সূর্যের নীচে বেলা ১০টার পর থেকে গায়ে অনুভূত হচ্ছে তাপপ্রবাহ। সকালের মনোরম শীতল হাওয়াটা বেলা গড়াতেই গরম হাওয়ার হলকা পরিণত হচ্ছে। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/7
শুষ্ক গরম হাওয়া পথচারীদের সমগ্র শক্তি শুষে নিচ্ছে এক লহমায়। সূর্যের প্রচণ্ড রোদে উন্মুক্ত রাস্তাঘাট গরম হয়ে ছড়াচ্ছে তাপ। এই চিত্র দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায়। জেলা জুড়ে বিগত দুই থেকে তিন দিন ধরে বেলা বাড়লেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/7
১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ভয়াবহ তাপপ্রবাহ এবং দাবদাহের আশঙ্কা সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে। সাধারণভাবে ভৌগোলিক অবস্থানের কারণে বাঁকুড়া জেলায় প্রতি বছরই চোখে পড়ার মত গরম পড়ে। চরমভাবাপন্ন বাঁকুড়ায় এ বছর গরমের প্রভাব অনেকটা আগে থেকেই অনুভূত হচ্ছে। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/7
গরমের চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। বেলা ১১ টা বাজতে না বাঁচতেই দোকানপাট বন্ধ করে ঘরের ভেতর আশ্রয় নিচ্ছেন অধিকাংশ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ব্যবসা। প্রচন্ড তাপে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে অনেকটাই। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/7
শরীরে ডিহাইড্রেশনের ফলে নাক দিয়ে রক্ত পড়া, মাথা ঘুরে যাওয়া, বমি হওয়া ইত্যাদি চেপে ধরেছে স্থানীয় মানুষদের। প্রত্যেকের একটাই চাওয়া, বৃষ্টি। বৃষ্টি এলেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে সমগ্র বাঁকুড়া জেলা। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/7
আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। ডাবের জল আইসক্রিম এবং আখের রস কিনতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। শীতকালে যেরকম চায়ের দোকানে ভিড় থাকে সেরকমই ভিড় জমেছে ঠান্ডা শরবতের দোকানে। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
7/7
তবে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে বাড়ছে উৎকণ্ঠা এদিকে এই সপ্তাহে ৪০ ছাড়িয়ে যাবে তাপমাত্রা। ভয়ংকর তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই দাবদাহ থেকে যে কী ভাবে রেহাই মিলবে তার উত্তর একমাত্র সময় বলতে পারে। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heatwave Alert Bengal: ৪০ ডিগ্রি ছাড়াবে...! ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চরম তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলায়! আবহাওয়ার বিরাট আপডেট