Heat Alert West Bengal: চড়চড় করে চড়ছে পারদ! পুড়বে দক্ষিণবঙ্গের ৯ জেলা, স্বস্তির বৃষ্টি কবে? জানাল হাওয়া অফিস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Heat Alert West Bengal: ঘূর্ণাবর্ত, পশ্চিমীঝঞ্ঝার জের। আবহাওয়ার বিরাট রদবদল। ৪ দিনে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! কতদিন চলবে এমন গরম?
advertisement
1/18

মোড় ঘুরছে বর্ষার। আজ থেকেই আবহাওয়ার বড় বদল রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাহলে ফের কবে মুখ তুলে চাইবে বর্ষা?
advertisement
2/18
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এই সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
3/18
তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
advertisement
4/18
গত দু তিন দিন থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে। আজ থেকে বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। ফলে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী।
advertisement
5/18
আপাতত গোটা রাজ্যে গরম বাড়বে। আগামী কয়েকদিন বহাল থাকবে তাপমাত্রা, অস্বস্তিকর গরম। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা
advertisement
6/18
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির মাত্রা কমবে। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/18
আপাতত রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন।
advertisement
8/18
দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। উত্তরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
9/18
আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
advertisement
10/18
আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ থেকে শুধুমাত্র উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
11/18
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। চার-পাঁচটি জেলার দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা সামান্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়।
advertisement
12/18
একটি ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ ও কেরল সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।
advertisement
13/18
সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
14/18
সোমবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে সপ্তাহান্তে।
advertisement
15/18
কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়তে পারে; বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
16/18
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
17/18
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসাম মেঘালয়ে। মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে।
advertisement
18/18
ভারী বৃষ্টি হবে সিকিম, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কড়াইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কর্ণাটক উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং রয়েলসীমাতে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কেরল ও সংলগ্ন তামিলনাড়ুতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিদ্যমান।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heat Alert West Bengal: চড়চড় করে চড়ছে পারদ! পুড়বে দক্ষিণবঙ্গের ৯ জেলা, স্বস্তির বৃষ্টি কবে? জানাল হাওয়া অফিস