Heat Alert South Bengal: ২৪ ঘণ্টায় আবহাওয়া বিরাট ভোলবদল! ফের ভাঙবে রেকর্ড? বড় সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলায়!
Last Updated:
Heat Alert South Bengal: সপ্তাহ শেষ হতে না হতেই আবার ছুঁয়ে যাবে চল্লিশের কোঠা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/8

আপাতত সুখের আবহাওয়া বাঁকুড়া জেলায়। সকাল থেকে অনুভূত হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। বেলা বাড়তে দেখা যাচ্ছে না সূর্যের প্রচন্ড দাবদাহ। তবে আর বেশি দিন নয় খুব শীঘ্রই বাড়তে চলেছে তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/8
সপ্তাহ শেষ হতে না হতেই আবারও তাপমাত্রা ছুঁয়ে যাবে চল্লিশের কোঠা। আজকের পর থেকেই বাড়বে তাপমাত্রা। এক ডিগ্রি ২ ডিগ্রি বাড়তে বাড়তে সপ্তাহের শেষে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/8
সাম্প্রতিক চল্লিশ পার হয়েছিল বাঁকুড়ার তাপমাত্রা। রেকর্ড তাপমাত্রা দেখা গিয়েছিল বাঁকুড়ায়। দাবদাহের শেষ হয়েছে এবং বিগত কয়েকদিন মিলেছে রেহাই। তবে আবারও পারদ ছুঁতে চলেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/8
এদিকে সপ্তাহ জুড়েই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সোমবার বিক্ষিপ্ত হয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়। আজ মঙ্গলবার জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা চল্লিশ শতাংশ। আগামী কয়েক দিন উষ্ণতা বাড়লেও সমীকরণ কিছুটা সামলে নিতে পারে বৃষ্টিপাত। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/8
বেশ কিছুদিন আগে উষ্ণতম তালিকায় অন্যতম ছিল বাঁকুড়া জেলা। সূর্যের তান্ডবে একপ্রকার খাঁচা ছাড়া হয়ে যাচ্ছিল প্রাণ। তাপপ্রবাহের শেষ হয়েছে, মিলছে রেহাই। কিন্তু আবারও আশঙ্কা দানা বেঁধেছে তাপমাত্রা বাড়ার। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/8
তাহলে আবারও কি ফিরে আসতে চলেছে একই রকম সূর্যের তাপদাহ এবং তাপপ্রবাহ? থেকে যাচ্ছে প্রশ্ন। পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহের আশঙ্কা নেই। তার সঙ্গে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
7/8
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে। বিকেল ছটা বেজে ছয় মিনিটে। সারাদিন অতি বেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি থাকবে বলে জানা যাচ্ছে। পূর্ব থেকে পশ্চিমে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
8/8
বাতাসে আদ্রতার পরিমাণ মাত্র ৫৩ শতাংশ যদিও গত কয়েক দিনে তুলনায় অনেকটাই বেড়েছে আদ্রতা। বাঁকুড়ার বায়ুর গুণগতমান অনেকটাই কমেছে বলে জানা যাচ্ছে। সূচক ছুঁয়ে গেছে ৯২। প্রতিবেদন : নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Heat Alert South Bengal: ২৪ ঘণ্টায় আবহাওয়া বিরাট ভোলবদল! ফের ভাঙবে রেকর্ড? বড় সতর্কতা দক্ষিণবঙ্গের এই জেলায়!