Health Camp: পুলিশের স্বাস্থ্যের হাল ফেরাতে আকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপি
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Health Camp: পুলিশকর্মীদের স্বাস্থ্যের খেয়াল অনেক সময়ই থাকে না। তাঁদের কথা ভেবেই এবার থানায় আয়োজিত হল স্বাস্থ্য শিবির
advertisement
1/6

শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ প্রশাসন স্বাস্থ্যের হাল ফেরাতে, তাদের সুস্থ রাখতে থানায় আয়োজন করল ভারতবর্ষের আদি আকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপি সম্পর্কিত বিশেষ সচেতনতা শিবির।
advertisement
2/6
সমাজে আইনশৃঙ্খলা করার দায়িত্ব পুলিশের কাঁধে থাকলেও সেই পুলিশের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ রাখে কজন! পুলিশ প্রশাসন মানেই সর্বদা ব্যস্ততা, নিজের শরীরের প্রতি বেখেয়াল এবং অনিয়ম!
advertisement
3/6
সর্বক্ষণ মোটা খাকি উর্দি এবং পায়ে জুতো পরে থাকতে হয়। ঠিক এই কারণেই প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ সম্ভব হয় না। যদিও শরীর ফিট রাখতে থানায় খেলাধুলা এবং শরীরচর্চার বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না ব্যস্ততার কারণে।
advertisement
4/6
আর এই সমস্ত ভেবেই হেলথ ইন্ডিয়া অর্গানিজেশন-এর পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ রাজ্যে ৮৬ টি থানা, ২৬ টি ট্রাফিক গার্ড এবং বিভিন্ন কমিশনার হেডকোয়ার্টারগুলিতে পুলিশ কর্মী এবং সেই সম্পর্কিত ডিআইবি, সিভিক ভলেন্টিয়ার, আইবি বিভিন্ন কর্মীদের নিয়ে সচেতনতার বার্তা দিতে জেলা পুলিশ সুপারের অনুমতি ক্রমে প্রতিটি থানায় থানায় পৌঁছন তারা।
advertisement
5/6
ভারতবর্ষের সর্ব প্রাচীন আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি অনুযায়ী ন্যাচারোপ্যাথি, আকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপি মূলত এগুলোর উপরেই অনুশীলন এবং তার সুফল প্রসঙ্গে আলোচনা করা হয়।
advertisement
6/6
নদিয়ার রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানায় এইরকমই এক সচেতনতার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলা এবং শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার সহ সাব-ইন্সপেক্টর সহ সমস্ত পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মীরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Health Camp: পুলিশের স্বাস্থ্যের হাল ফেরাতে আকুপ্রেশার, প্রাণায়াম, ফিজিওথেরাপি