TRENDING:

আর একটু হলেই...! আতঙ্কে পরীক্ষা দিতে পারল না পড়ুয়ারা, অল্পের জন্য প্রাণ বাঁচল শিক্ষকের! স্কুলে ভয়াবহ ছবি

Last Updated:
পরীক্ষা চলাকালীন হঠাৎই এক শিক্ষকের মাথার উপর দিয়ে ভেঙে পড়ে একটি বড় চাঙড়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শিক্ষক।
advertisement
1/6
শিক্ষকের প্রাণ গেল গেল! পড়ুয়াদের চিৎকারে বিপদ থেকে রক্ষা
হাসনাবাদের রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চরম অব্যবস্থার সাক্ষী। বহুদিন ধরেই স্কুল ভবনের ছাদ বেহাল অবস্থায় পড়ে ছিল। ছোটখাটো চাঙর ভাঙার ঘটনা এর আগে একাধিকবার ঘটলেও, কর্তৃপক্ষের উদাসীনতায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে সেই অবহেলার ফলেই বড়সড় বিপদের মুখোমুখি হল শিক্ষক-শিক্ষার্থীরা। <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
advertisement
2/6
পরীক্ষা চলাকালীন হঠাৎই এক শিক্ষকের মাথার উপর দিয়ে ভেঙে পড়ে ছাদের একটি বড় চাঙড়। ছাত্রছাত্রীদের চিৎকারে শিক্ষক দ্রুত সরে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ঘটনার মুহূর্তে পরীক্ষার হলে হইচই পড়ে যায়। উপস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষকরা আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করেন। <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
advertisement
3/6
পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এলাকার অভিভাবক ও গ্রামবাসীরা। তাদের চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য ঘটতে দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুলের ভবন একেবারেই বিপজ্জনক অবস্থায় রয়েছে, অথচ মেরামতির কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
advertisement
4/6
ঘটনার পরদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে এলেও অভিভাবকদের আতঙ্কে তারা পরীক্ষায় বসতে পারেনি। অনেকে সন্তানদের নিয়ে ফিরে যান বাড়িতে। কার্যত পরীক্ষার দিন স্কুল ফাঁকা হয়ে পড়ে। শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা হয়ে ওঠে অভিভাবকদের প্রধান কারণ। <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
advertisement
5/6
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক জানান, তিনি বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে ভবন সংস্কারের অনুরোধ করেছেন। কিন্তু তাতে কোনও সাড়া মেলেনি। তাঁর কথায়, “আজকের ঘটনায় বোঝা গেল, অবহেলার ফল কতটা ভয়ঙ্কর হতে পারত।” <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
advertisement
6/6
শেষ পর্যন্ত ওই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। তবে পরীক্ষার দিন বন্ধ হয়ে যাওয়া এবং অবকাঠামোগত বিপদের আশঙ্কা নতুন করে সামনে এনে দিল স্কুল ভবনের বেহাল দশার চিত্র। এলাকাবাসী ও অভিভাবকরা দাবি তুলেছেন, দ্রুত স্কুলটি মেরামতের ব্যবস্থা না হলে বড় দুর্ঘটনা ঘটতে বাধ্য। <strong>(ছবি ও তথ্য : জুলফিকার মোল্যা)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
আর একটু হলেই...! আতঙ্কে পরীক্ষা দিতে পারল না পড়ুয়ারা, অল্পের জন্য প্রাণ বাঁচল শিক্ষকের! স্কুলে ভয়াবহ ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল