TRENDING:

Rapido Bike: র‍্যাপিডো চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Last Updated:
Basirhat Monkey- বসিরহাটের ঘোড়ারাসের বাসিন্দা শেখ আজহারউদ্দিন মিলনের বাইকের পেছনে সেই হনুমানটি বসে ঘুরে বেড়াচ্ছে টাকি রোড ধরে। মিলন জানান, “ও নিজেই বাইকে উঠে বসে। আমি নামাতে পারিনি, মনে হচ্ছিল ওর পুরো বিশ্বাস আমার ওপর।”
advertisement
1/5
র‍্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বসিরহাটের টাকি রোডে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। বাইকের পেছনে দিব্যি বসে আছে এক হনুমান! বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত বেকি এলাকায় গতকাল এই ঘটনা নজরে আসে। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং স্থানীয়দের মুখে মুখে ঘুরতে থাকে। পথচলতি মানুষের চোখ কপালে, যেন সিনেমার কোনও দৃশ্য বাস্তবে দেখতে পেলেন সবাই।
advertisement
2/5
ঘটনার শুরু একটি অসুস্থ হনুমানকে ঘিরে। হঠাৎই সেই হনুমানটি আশ্রয় নেয় বেকি এলাকার এক ওষুধের দোকানে। দোকানে উপস্থিত গ্রামীণ চিকিৎসক আরফিন তাকে প্রাথমিক চিকিৎসা করেন। আশ্চর্যের বিষয়, চিকিৎসার পর হনুমানটি এলাকা ছেড়ে পালায়নি, বরং শান্তভাবে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে থাকে এবং মানুষের সঙ্গে একেবারে মিশে যায়।
advertisement
3/5
এর পরই ঘটে চমকপ্রদ ঘটনা। দেখা যায়, বসিরহাটের ঘোড়ারাসের বাসিন্দা শেখ আজহারউদ্দিন মিলনের বাইকের পেছনে সেই হনুমানটি বসে ঘুরে বেড়াচ্ছে টাকি রোড ধরে। মিলন জানান, “ও নিজেই বাইকে উঠে বসে। আমি নামাতে পারিনি, মনে হচ্ছিল ওর পুরো বিশ্বাস আমার ওপর।” মিলনের তোলা সেলফিও ভাইরাল হয়ে পড়ে।
advertisement
4/5
এই ব্যতিক্রমী দৃশ্য ব্যাখ্যা করেছেন রাজ্য বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ্ত সরকার। তাঁর মতে, “চিকিৎসার পর হনুমানটির মধ্যে মানুষের প্রতি একরকম বিশ্বাস তৈরি হয়েছে। এটি প্রাণীদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতার দারুণ দৃষ্টান্ত।”
advertisement
5/5
এলাকায় এখন এই হনুমান ‘সেলিব্রিটি’। অনেকেই বলছেন, এমন দৃশ্য সাধারণত সিনেমায় দেখা যায়, বাস্তবে নয়। প্রাণী ও মানুষের এই আন্তরিক মুহূর্তটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rapido Bike: র‍্যাপিডো চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল