TRENDING:

 Howrah News: গোলাপ-টিউলিপ-সূর্যমুখী, কোনটা চাই? নষ্ট হওয়ার ভয় নেই, সন্ধে হলেই ভিড় জমছে মমতাজের দোকানে

Last Updated:
Howrah News: মমতাজের হাতে তৈরি উল দিয়ে তৈরি গোলাপ টিউলিপ সূর্যমুখীর মতো বিভিন্ন ফুল, উলুবেড়িয়া বইমেলায় এবারের আকর্ষণ।
advertisement
1/6
গোলাপ-টিউলিপ-সূর্যমুখী, কোনটা চাই? নষ্ট হওয়ার ভয় নেই,সন্ধে হলেই ভিড় জমছে মমতাজের দোকানে
মমতাজের হাতে উল কুরুশ কাঠিতে ফুটছে গোলাপ সূর্যমুখী টিউলিপ এর মত নানা ফুল! এই ফুল মৌমাছির মতোই আকৃষ্ট হচ্ছে ক্রেতাদের চোখ। মেলায় রীতিমতো চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে রঙ-বেরংয়ের তৈরি ফুল। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
উলকাঠি দিয়ে তৈরি উলের পোশাক বর্তমান সময়ে প্রায় অচল। এক সময় মা ঠাকুমারা হাতে তৈরি উলের পোশাক ছিল শীত কাটানোর একমাত্র পোশাক। শীতের কয়েক মাস আগে থেকে বা সারা বছর ধরে উলের পোশাক তৈরি করতেন, সেই সব পোশাক টুপি সোয়েটার পোশাক শীতের দিন গুলিতে ব্যবহার করত পরিবারের সদস্যরা। কিন্তু বর্তমানে উলের তৈরি পোশাক ব্যবহার এখন অতীত। এখন বাজার কাপাচ্ছে উলের ফুল।
advertisement
3/6
ঠাকুমার হাতে উল দিয়ে পোশাক তৈরি শেখা। দীর্ঘদিন সেই পোশাক তৈরি করেছেন মমতাজ শেখ। কালের নিয়মে হাতে তৈরি উলের পোশাক ব্যবহার কম হলেও, উল এবং কুরুশ কাঠি ব্যবহার করে ফুল তৈরি। গোলাপ, টিউলিপ, সূর্যমুখী-সহ বিভিন্ন ফুল এখন হট কেকের মত মেলায় বিক্রি হচ্ছে।
advertisement
4/6
এক একটি ফুলের স্টিক ৫০, ৭০, ১০০, ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। পাতা-সহ ফুলের একটি স্টিক, যা ঘর সাজানোর উপযুক্ত। দেখতে ভীষণ আকর্ষণীয়। আরও বেশি আকর্ষণ হবার কারণ মেলা প্রাঙ্গণে বসেই বিভিন্ন ফুল ও মাথার নানা ধরনের ক্লিপ, কি রিং, শোপিস-সহ নানা জিনিস তৈরি করছেন ৫০ উর্ধ্ব বয়সি মমতাজ।
advertisement
5/6
এবার উলুবেড়িয়া বই ও খাদ্য মেলার অন্যতম আকর্ষণ বজবজের মমতাজ শেখের হাতে তৈরি উলের ফুল। মেলায় বহু স্টল রয়েছে। তবে মেলায় পুরুষ-মহিলা উভয়কেই আকৃষ্ট করছে মমতাজের ছোট্ট স্টলের উলের তৈরি জিনিসগুলি।
advertisement
6/6
এ প্রসঙ্গে মমতাজ শেখ জানান, আগে উলের পোশাক তৈরি করতেন, গত কয়েক বছর উলের ফুল, শোপিস, মাথার ক্লিপ সব মিলিয়ে প্রায় একশত অধিক রকমের জিনিস তৈরি করছেন তিনি। প্রত্যেকটি জিনিসের দারুণ চাহিদা। স্থানীয় এলাকা, কলকাতা হস্ত শিল্প মেলা এবং হাওড়ার উলুবেড়িয়া বই মেলাতেও দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই জিনিস। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
 Howrah News: গোলাপ-টিউলিপ-সূর্যমুখী, কোনটা চাই? নষ্ট হওয়ার ভয় নেই, সন্ধে হলেই ভিড় জমছে মমতাজের দোকানে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল