North 24 Parganas News: বাংলার শিল্পকে তুলে ধরতেই চলছে এই মেলা, না গেলেই মিস
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরও শীতকালে নিউটাউনে বসেছে হস্তশিল্প মেলা।
advertisement
1/6

রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরও শীতকালে নিউটাউনে বসেছে হস্তশিল্প মেলা। বাংলার কুটির শিল্পকে তুলে ধরতেই এই মেলার আয়োজন
advertisement
2/6
যারা হাতে তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালবাসেন, তারা একবার হলেও ঢুঁ মারতে পারেন এই হস্তশিল্প মেলায়। গিয়ে দেখবেন কি নেই এই মেলায়!
advertisement
3/6
বাংলার প্রতিটা জেলার শিল্প তথা হাতের কাজের জিনিস বিক্রির জন্য স্থান পেয়েছে মেলা প্রাঙ্গনে। চলবে ১৭ তারিখ পর্যন্ত
advertisement
4/6
মেলায় মিলছে রংবেরঙের ছৌয়ের মুখোশ, পটচিত্র। মেলার মাঠের অপর প্রান্তে রয়েছে ডোকরা শিল্প, অন্যদিকে বাঁশের কাজের নানা জিনিস
advertisement
5/6
বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে হস্তশিল্পের মেলায়, দুপুরের পর থেকেই জমছে ভিড়
advertisement
6/6
পুরুলিয়ার ছৌ শিল্প, বর্ধমানের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক, দার্জিলিংয়ের উলের তৈরি জামা-মাফলারের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ব্যবসা ভালই হচ্ছে বলে জানালেন তারা
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাংলার শিল্পকে তুলে ধরতেই চলছে এই মেলা, না গেলেই মিস