Handicraft Fair : হস্তশিল্প থেকে খাবারের স্টলে উপচে পড়া ভিড়! ছড়িয়ে ছিটিয়ে থাকা সব শিল্পের সম্ভার এক ছাতার তলায়
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Handicraft Fair : জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্প একত্রিত করে মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগ জেলা প্রশাসনের। শিল্পের সম্ভারের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
1/5

জেলার নানা প্রান্তের জনপ্রিয় হস্তশিল্প পাচ্ছেন একই স্থানে! পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় উলুবেড়িয়া-২ ব্লকের নেতাজি সংঘের মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘বাংলা মোদের গর্ব’ মেলা, সেখানেই হস্তশিল্পের বিপুল সম্ভার। <strong>(ছবি ও তথ্য : রাকেশ মাইতি)</strong>
advertisement
2/5
শুক্রবার প্রথম দিনে মানুষের ব্যাপক সাড়া ছিল। জেলার পরিচিত শিল্প হলেও একই স্থানে বিপুল সম্ভার, ফলে আগ্রহী মানুষ ভিড় জমাচ্ছেন। জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্প একত্রিত করে মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগ জেলা প্রশাসনের। শিল্পের সম্ভারের পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
3/5
জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে একাধিক স্টল। থাকছে নানান হস্তশিল্প, জামাকাপড়, হাতে তৈরি জুয়েলারি এবং দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী। সৃজনশীল ভাবনায় শিল্পীদের প্রতিটি জিনিস দারুন আকর্ষণীয় হয়ে উঠেছে।
advertisement
4/5
ন্যায্য দামে পছন্দ অনুযায়ী জিনিসপত্র কেনার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। পাশাপাশি বিভিন্ন স্টলে স্থানীয় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রীও প্রদর্শিত হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি রয়েছে মুখরোচক খাবার।
advertisement
5/5
শুধু কেনাকাটা নয়, দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের আবৃত্তি, নাচ, লোকসংগীত এবং আধুনিক গানের পরিবেশনা মেলায় বাড়তি আকর্ষণ যোগ করেছে। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। <strong>(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Handicraft Fair : হস্তশিল্প থেকে খাবারের স্টলে উপচে পড়া ভিড়! ছড়িয়ে ছিটিয়ে থাকা সব শিল্পের সম্ভার এক ছাতার তলায়