West Bengal Hailstorm Alert: ফের ঘনাবে আকাশ, কালো আঁধার আকাশে বজ্র-বিদ্যুতের খেলা, ৪০ কিমি ঘণ্টা গতিতে হাওয়ার সঙ্গে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
West Bengal Weather Alert: সমতলে বৃষ্টি পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস! কেমন থাকবে ওয়েদার, আইএমডি-র ওয়েদার আপডেটে বড় মোচড়
advertisement
1/12

আইএমডি ওয়েদার আপডেটে ফের পশ্চিমবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনার অশনি৷ অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে৷ অন্যদিকে সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে রায়লসীমা থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত৷ এই দুইয়ের জেরে ফের একবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি৷ Photo- Representative
advertisement
2/12
অন্যদিকে পশ্চিমী ঝামেলার জন্য হিমালয় পার্বত্য সংলগ্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা৷ পাশাপাশি ফের একবার উত্তরের জেলাগুলিতে কুয়াশার পূর্বাভাস রয়েছে৷ Photo- Representative
advertisement
3/12
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার রবিবার পর্যন্ত ঝড়-জলের আশঙ্কা রয়েছে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে৷ পাশাপাশি এর সঙ্গে কোনও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ Photo- Representative
advertisement
4/12
এই ওয়েদার কন্ডিশনের জেরে ফের একবার বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির পরিস্থিতি রয়েছে৷ দক্ষিণবঙ্গে ২৪ তারিখ পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে৷ Photo- Representative
advertisement
5/12
এদিকে উত্তরবঙ্গে আপাতত ২৩ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ২২ তারিখ অর্থাৎ শনিবার ফের একবার বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করে আইএমডি৷ নিজেদের লেটেস্ট ওয়েদার আপডেটে এই কথা জানিয়েছে৷ Photo- Representative
advertisement
6/12
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বসন্তের এই অকাল বর্ষায় কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ ভালই। Photo- Representative
advertisement
7/12
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। ফলে সকালে ও সন্ধ্যের পর শীতের আমেজ। ২১ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা ছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে। Photo- Representative
advertisement
8/12
শীতের শেষ বেলায় ফের একবার শৈল শহরেরে পাশাপাশি রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস।হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ছেলেশহর দার্জিলিংয়ে হতে পারে তুষারপাতও। পাহাড়ে ঠান্ডা সমতলে গরম আবহাওয়ার, তালবাহানায় নাজেহাল উত্তরবঙ্গবাসী। Photo- Representative
advertisement
9/12
শুক্রবার সকাল থেকেই উত্তুরে হওয়ার দাপটে কাপছে শৈল শহর ।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীতের আমেজ। দার্জিলিংয়ে তুষারপাত এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা। চলতি সপ্তাহে উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।
advertisement
10/12
বৃষ্টির হাত থেকে রেহাই নেই। চলতি সপ্তাহে বৃষ্টির পরেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় শীতের আমেজ পাহারজুড়ে । একদিকে উষ্ণতার ছোঁয়া সমতল জুড়ে অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা শৈলসহরে।
advertisement
11/12
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে।চলতি সপতাহেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া।
advertisement
12/12
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডার পরেই উষ্ণতার ছোঁয়ায় ঢাকবে পাহাড় থেকে সমতল। কখনো ঘন কুয়াশা কখনো বৃষ্টি সব মিলিয়ে নতুন নতুন মুডে খেলা দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Hailstorm Alert: ফের ঘনাবে আকাশ, কালো আঁধার আকাশে বজ্র-বিদ্যুতের খেলা, ৪০ কিমি ঘণ্টা গতিতে হাওয়ার সঙ্গে বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি