Which Is This Place: 'সুন্দরী' বাঁকুড়ার এটা কোথায় বলতে পারবেন? জানলে অবাক হবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বদলে গেছে সব! বাঁকুড়ার এই জায়গার আসল ঘটনা জানলে অবাক হবেন।
advertisement
1/6

বাঁকুড়ার ছাতনা ব্লকে রয়েছে ছবির মত একটি গ্রাম যেখানে দেখতে পাওয়া যায় বিনামূল্যের একটি স্কুল। |
advertisement
2/6
শুশুনিয়া পাহাড় এর কোলে ছবির মত একটি গ্রাম রয়েছে। যে গ্রামে গেলে প্রকৃতি এবং শিল্প মন জয় করবে।
advertisement
3/6
কোনও এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা।
advertisement
4/6
১৯৯১ সালে শিউলিবোনায় পা রাখেন এক সাধু বাবা। জনপ্রিয়ভাবে পরিচিত 'প্রভুজি' বলে। পরবর্তীকালে গ্রামবাসীরা তাঁকে 'ধারতি বাবা' বলে ডাকতেন।
advertisement
5/6
এই গ্রামে রয়েছে আদিবাসী শিশুদের জন্য বিনামূল্যে স্কুলের ব্যবস্থা। স্কুলের নাম 'মিলনমেলা'। ধারতী বাবার আদর্শে শিউলি বোনা গ্রামের আদিবাসী শিশুরা পড়াশোনা করে এই স্কুলে।
advertisement
6/6
সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গিয়েছে প্রত্যন্ত গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের কচিকাঁচার প্রায় বিনামূল্যে শিখছে পড়াশোনা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Which Is This Place: 'সুন্দরী' বাঁকুড়ার এটা কোথায় বলতে পারবেন? জানলে অবাক হবেন