Burdwan Book Fair: বইপ্রেমীদের জন্য দারুণ সুযোগ! বর্ধমানে শুরু ৪৮'তম বইমেলা, দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার, কীভাবে যাবেন রইল রুটম্যাপ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Burdwan Book Fair: বইপ্রেমীদের জন্য দারুণ সুখবর। বর্ধমান উৎসব ময়দানে শুরু হয়েছে বর্ধমান বইমেলা। মেলায় রয়েছে প্রায় ১০০টিরও বেশি বইয়ের স্টল। মেলার মাঠ খোলা প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। কতদিন চলবে বর্ধমান বইমেলা?
advertisement
1/8

বইপ্রেমীদের মন খারাপ? ভাবছেন লিটল ম্যাগাজিন মেলা তো শেষ এবার একসঙ্গে এত বই পাবেন কোথায়? আবার কি তাহলে সেই এক বছরের অপেক্ষা? না আর বইয়ের জন্য করতে হবে। কারণ বর্ধমানে চলছে ৪৮'তম বর্ধমান বইমেলা। কোথায় হচ্ছে জানেন? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
বর্ধমান উৎসব ময়দানে শুরু হয়েছে বর্ধমান বইমেলা। অভিযান গোষ্ঠী পরিচালিত এই বর্ধমান বইমেলা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ৪৮'তম বইমেলের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়। মেলায় রয়েছে প্রায় ১০০টিরও বেশি বইয়ের স্টল আর শুধু নতুন বই নয় রয়েছে পুরনো ও দুষ্প্রাপ্য বইয়ের স্টলও।
advertisement
3/8
পাশাপাশি বইমেলার মঞ্চে প্রতিদিন থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, বইপ্রকাশের অনুষ্ঠান। স্থানীয় বিভিন্ন প্রকাশকের পাশাপাশি বইমেলায় রয়েছে কলকাতার বিভিন্ন বড় প্রকাশনীর স্টলও। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের গল্পের বই ও ছবি আঁকার বইয়ের আলাদা স্টল। তাই প্রতিদিন সন্ধ্যায় ৮ থেকে ৮০ সকল বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন এখানে।
advertisement
4/8
আয়োজক সংস্থার পক্ষ থেকে নিরুপম চৌধুরী বলেন, ৩ ডিসেম্বর বইমেলার মঞ্চে আলোচনার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে সাইবার সচেতনতা নিয়ে এক বিশেষ আলোচনা। মফঃস্বল বাংলায় মুক্তাঙ্গনে বইমেলার পথিকৃৎ বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত মেলা। এই বছর অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্রের সার্ধশতবর্ষ উপলক্ষে বইমেলার মঞ্চটি "শরৎচন্দ্র মঞ্চ" নামে নামাঙ্কিত করা হয়েছে। মহাশ্বেতা দেবীর শতবর্ষ উপলক্ষে সভাস্থালটি নামাঙ্কিত হয়েছে।
advertisement
5/8
বইমেলার প্রথা অনুযায়ী, প্রতি বছরের মতো এ বছরও বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে এই মেলার মঞ্চ থেকে। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলার সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থাকে দেবপ্রসন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। পাশাপাশি "ডাঃ কৃষ্ণানন্দ মজুমদার স্মৃতি অভিযান সাহিত্য সম্মান" তুলে দেওয়া হয় যোগজীবন গোস্বামীর হাতে। এছাড়া বর্ধমান বইমেলায় প্রকাশিত বিভিন্ন পুস্তকের উদ্বোধন করা হবে শরৎচন্দ্র মঞ্চ থেকে।
advertisement
6/8
২ ডিসেম্বর থাকছে কবিতা পাঠের আসর। এইদিন কৃষ্ণগোপাল কুণ্ডু স্মৃতি কবি সম্মাননা তুলে দেওয়া হবে জমর সাহানীর হাতে। মেলার শেষ দিন স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বর্ধমানের পাঁচ গুণী ব্যক্তির হাতে সমীরণ চৌধুরী স্মৃতি গুণীজন সম্বর্ধনা তুলে দেওয়া হবে। যাদের সম্বর্ধনা দেওয়া হবে তাদের মধ্যে রয়েছেন ড. সুভাষচন্দ্র দত্ত (শিক্ষা), আরতি মুখার্জী (সঙ্গীত), নীলমনি গাঙ্গুলী (অভিনয়), ডাঃ গীস্পতি চক্রবর্তী (স্বাস্থ্য পরিষেবা), এবং শ্যামল রায় (ক্রীড়া)।
advertisement
7/8
মেলার মাঠ খোলা থাকবে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। বইমেলা চলবে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
advertisement
8/8
ভাবছেন যাবেন কীভাবে এই বইমেলায়? বর্ধমানের বাইরে থেকে এলে উল্লাস বাসস্ট্যান্ড, নবাবহাট বাসস্ট্যান্ড অথবা স্টেশন থেকে আপনি টাউন সার্ভিস ধরে আসতে পারেন বীরহাটায়। বাস থেকে নেমে দু-তিন মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন উৎসব ময়দান। অথবা বর্ধমান শহরের যে কোন প্রান্ত থেকে টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন উৎসব ময়দান। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Burdwan Book Fair: বইপ্রেমীদের জন্য দারুণ সুযোগ! বর্ধমানে শুরু ৪৮'তম বইমেলা, দুষ্প্রাপ্য বইয়ের সম্ভার, কীভাবে যাবেন রইল রুটম্যাপ