CV Ananda Bose: রাস্তার ধারের ফুচকা থেকে চায়ে চুমুক, বজবজে এসে খোশমেজাজে রাজ্যপাল সিভি আনন্দ বোস
- Published by:Riya Das
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
CV Ananda Bose: বজবজে এসে ফুচকা খেলেন রাজ্যপাল। মিশে গেলেন সাধারণ মানুষজনের সঙ্গে। তাঁদের সঙ্গে গল্প করা, চা খাওয়া থেকে উপহার তুলে দেওয়া সবকিছু চোখের সামনে দেখে আপ্লুত স্থানীয়রা।
advertisement
1/6

বজবজে এসে ফুচকা খেলেন রাজ্যপাল। মিশে গেলেন সাধারণ মানুষজনের সঙ্গে। তাঁদের সঙ্গে গল্প করা, চা খাওয়া থেকে উপহার তুলে দেওয়া সবকিছু চোখের সামনে দেখে আপ্লুত স্থানীয়রা।
advertisement
2/6
বজবজে গাড়ি থেকে নেমে নিজে হাতে ফুচকা খেয়েছেন তিনি। এছাড়াও একটি দোকানের সামনে গিয়ে চা পান করেন। ঠিক যেন বাড়ির লোক! স্থানীয় বাসিন্দা। এমনভাবেই এলাকায় ঘুরে বেড়ান তিনি।
advertisement
3/6
জানা গিয়েছে 'জলতরঙ্গ' নামের এক কর্মসূচিতে এসে আমজনতার সঙ্গে মিশে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপথে বজবজে পৌঁছে তিনি ঘুরেছেন এলাকায়। কথা বলেছেন আমজনতার সঙ্গে।
advertisement
4/6
এরপর তিনি বজবজের একটি ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলে একটি আলোচনা সভায় যোগদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, সাধারণ মানুষজনের কাছে পৌঁছে তাঁদের কথা শোনা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অভিযোগ, দাবি এবং তাঁদের প্রয়োজন-সবটাই সরাসরি জানার জন্যই 'জল তরঙ্গ' শুরু করা হয়েছে।
advertisement
5/6
এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষজন কী বলতে চাইছে তাদের অভাব অভিযোগ শোনার চেষ্টা করছি। তবে রাজ্যপালকে এভাবে ফুচকা খেতে দেখে সাধারণ মানুষজনও ভিড় করেছিলেন। স্কুলের শিশুদের হাতে ক্যাডবেরি, লাড্ডু, বই ও অন্যান্য উপকরণ-সহ একাধিক উপহার তুলে দিয়েছেন তাঁরা।
advertisement
6/6
রাজ্যপালকে দেখতে প্রচুর মানুষজন ভিড় করেছিলেন। পথচলতি মানুষজনও তাঁকে দেখতে সেখানে এসেছিলেন। গঙ্গাবক্ষেও যখন তিনি ছিলেন পাড়ে প্রচুর মানুষজন ভিড় করেছিলেন। রাজ্যপালের এই কর্মসূচির কথা ইতিমধ্যে মুখে মুখে ঘুরছে স্থানীয়দের মধ্যে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
CV Ananda Bose: রাস্তার ধারের ফুচকা থেকে চায়ে চুমুক, বজবজে এসে খোশমেজাজে রাজ্যপাল সিভি আনন্দ বোস