দাউদাউ জ্বলছে সরকারি বাস! যাত্রীরা যা করলেন... বাগুইহাটির ব্যস্ত রাস্তায় ত্রাস!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বাগুইহাটিতে দুপুরবেলা চাঞ্চল্যের ঘটনা। সল্টলেক থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া একটি সরকারি বাসে হঠাৎই আগুন লাগে। ঘটনাটি ঘটেছে জোড়া মন্দিরের অদূরে ব্যস্ত রাস্তায়, যেখানে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
1/6

বাগুইহাটিতে দুপুরবেলা চাঞ্চল্যের ঘটনা। সল্টলেক থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া একটি সরকারি বাসে হঠাৎই আগুন লাগে। ঘটনাটি ঘটেছে জোড়া মন্দিরের অদূরে ব্যস্ত রাস্তায়, যেখানে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
advertisement
2/6

সৌভাগ্যবশত, ওই সময় বাসটিতে তেমন কোনও যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধোঁয়া বেরোতে দেখেই যাত্রীরা তড়িঘড়ি বাস থেকে নেমে পড়েন।
advertisement
3/6
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাগুইহাটি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
advertisement
4/6
পুলিশ সূত্রে জানা যায়, বাসচালক ও কন্ডাক্টর ধোঁয়া টের পাওয়া মাত্রই সবার আগে গাড়ি থেকে নেমে আসেন। ফলে কোনও আহতের খবর নেই। তবে কেন বাসে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
5/6
এই ঘটনার কারণে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। অফিস টাইমে ব্যস্ত রাস্তায় আগুন লাগার ঘটনায় রীতিমতো অস্বস্তি ছড়ায় পথচারী ও অন্যান্য গাড়িচালকদের মধ্যে।
advertisement
6/6
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিমানবন্দর সংলগ্ন এলাকায় একইভাবে একটি সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের ঘটনা ঘটায় সরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়েই প্রশ্ন তুলছেন যাত্রী-সহ সাধারণ মানুষ।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দাউদাউ জ্বলছে সরকারি বাস! যাত্রীরা যা করলেন... বাগুইহাটির ব্যস্ত রাস্তায় ত্রাস!