TRENDING:

দুয়ারে সরকারি পরিষেবা! 'এই' রোগাক্রান্তদের আর ছুটোছুটি করতে হবে না! জেলায় নয়া উদ্যোগ

Last Updated:
Silicosis: রোগীদের জন্য অনুদান ও আর্থিক সহায়তার ব্যবস্থা থাকলেও এতদিন সেই পরিষেবা পেতে দৌড়তে হত বসিরহাট বা কলকাতার বিভিন্ন দফতরে
advertisement
1/6
দুয়ারে সরকারি পরিষেবা! 'এই' রোগাক্রান্তদের আর ছুটোছুটি করতে হবে না! জেলায় নয়া উদ্যোগ
<strong>উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ</strong> সিলিকোসিস নামক মারণ ব্যাধি কেড়ে নিয়েছে বসিরহাট মহকুমার বহু পরিবারের প্রাণ। মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ, কলুপাড়া ও সন্দেশখালির বহু যুবক কাজের খোঁজে গিয়েছিলেন আসানসোল, অন্ডাল ও জামুরিয়ার পাথর খাদান ও সিমেন্ট কারখানায়। সামান্য রোজগারের আশাই তাঁদের জীবনে নিয়ে আসে অকাল অন্ধকার।
advertisement
2/6
কাজ শুরু করার কয়েক দিনের মধ্যেই দেখা দেয় ভয়ঙ্কর কাশি ও বুকের অসহ্য ব্যথা। কাজ ছেড়ে গ্রামে ফিরে এলে চিকিৎসকেরা জানান, তাঁরা সিলিকোসিসে আক্রান্ত। ইতিমধ্যে এই ব্যাধিতে বহু তরুণ প্রাণ ঝরে গিয়েছে। শতাধিক মানুষ এখনও গুরুতর বা মৃদু উপসর্গ নিয়ে ভুগছেন। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
3/6
সরকারি উদ্যোগে সিলিকোসিস রোগীদের জন্য অনুদান ও আর্থিক সহায়তার ব্যবস্থা থাকলেও এতদিন সেই পরিষেবা পেতে দৌড়তে হত বসিরহাট বা কলকাতার বিভিন্ন দফতরে। এতে সময়, অর্থ ও পরিশ্রমের ভার বইতে হত সাধারণ মানুষদের। ফলে অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হতেন। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
4/6
কিন্তু এবার ছবিটা পাল্টে গেল। বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে আয়োজিত বিশেষ ক্যাম্পে আক্রান্তদের বাড়ির কাছেই স্বাস্থ্য পরীক্ষা ও সরকারি পরিষেবা দেওয়া হল। নতুন করে কেউ এই রোগে আক্রান্ত হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন স্বাস্থ্য আধিকারিকরা। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
5/6
সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন শ্রম দফতরের অফিস আধিকারিকরাও। তাঁরা সেখানেই সরাসরি তথ্য সংগ্রহ করে নথিভুক্ত করেছেন, যাতে আক্রান্তরা তৎক্ষণাৎ সরকারি সুবিধার আওতায় আসতে পারেন। এর ফলে আর কোনও দফতরে দৌড়ঝাঁপের প্রয়োজন থাকল না। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
advertisement
6/6
গ্রামের মানুষদের কাছে এই ক্যাম্প যেন নতুন ভরসা। এতদিন পর বাড়ির কাছেই আধুনিক চিকিৎসা ও সরকারি সহায়তা পেয়ে তাঁরা খুশি। তাঁদের একটাই আশা- এই উদ্যোগ নিয়মিত চলুক এবং সরকার সর্বদা পাশে থাকুক। (ছবি ও তথ্যঃ জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
দুয়ারে সরকারি পরিষেবা! 'এই' রোগাক্রান্তদের আর ছুটোছুটি করতে হবে না! জেলায় নয়া উদ্যোগ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল