Digha: দিঘা যখন গোয়া! এবার অর্ধেকেরও কম খরচে ঘুরুন দিঘা! কীভাবে পাবেন ধামাকা সুযোগ? জেনে আজই ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: একটি সংস্থার উদ্যোগে দিঘায় চালু হয়েছে ই-বাইক পরিষেবা। এই ই-বাইক পরিষেবা আগামী দিনে দিঘাকে আমূল বদলে দেবে। সমুদ্র উপভোগ করতে আর গোয়া নয় এবার দিঘা ছুটে আসবে পর্যটকেরা।
advertisement
1/11

*এবার অনেকটাই খরচ কমবে দিঘা ঘুরে বেড়ানো। বর্তমান সময়ে দিঘা এসে শুধুমাত্র সমুদ্র স্নান উপভোগ করা না। পাশাপাশি দিঘার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে ভালবাসেন পর্যটকরা। কিন্তু দিঘায় ঘুরে বেড়ানোর জন্য অনেকটাই পকেটের টাকা খরচ হয়। তবে এবার সেসব দিন শেষ হতে চলেছে। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*একটি সংস্থার উদ্যোগে দিঘায় চালু হয়েছে ই-বাইক পরিষেবা। এই ই-বাইক পরিষেবা আগামী দিনে দিঘাকে আমুল বদলে দেবে। সমুদ্র উপভোগ করতে আর গোয়া নয় এবার দিঘা ছুটে আসবে পর্যটকেরা। ২৫ ডিসেম্বর থেকেই মিলবে এই পরিষেবা। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*সমুদ্র উপভোগ করতে গোয়ার মতসুন্দর জায়গায় যেতে পারছেন না বলে মন খারাপ? তবে চিন্তা নেই, কারণ এবার আপনি বাঙালির অত্যন্ত প্রিয় পর্যটন কেন্দ্র দিঘাতে গিয়েই একদম গোয়ার মতো আনন্দ উপভোগ করতে পারবেন। আর এর জন্য আপনাকে আবার কাঁড়ি কাঁড়ি টাকাও কিন্তু আবার খরচ করতে হবে না। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*হ্যাঁ ঠিকই শুনেছেন। দিঘা ভ্রমন প্রিয় বাঙালির মনে প্রাণে একটা আলাদাই জায়গা করে নিয়েছে। বিশেষ করে যারা একটু সমুদ্রপ্রেমী তাদের কাছে দিঘা একটা আলাদাই আবেগের জায়গা। বছরে যেকোনও সময় ভ্রমণপ্রিয় বাঙালি এই জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। সংগৃহীত ছবি।
advertisement
5/11
*পর্যটকদের কথা ভাবনা চিন্তা করে প্রশাসন ও বিভিন্ন সংস্থা দিঘাকে নিত্য নতুন রূপে সাজিয়ে তুলছে এবং পর্যটকদের চমক দিচ্ছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। এবার পর্যটকদের একদম গোয়ার ফিল নিতে পারবে দিঘায়। দিঘায় গোয়ার মতো বাইক বা স্কুটি সার্ভিস পরিষেবা পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*গোয়ায় বাইক বা স্কুটি সার্ভিস খুবই জনপ্রিয়। অনেকেই আছেন বাইক বা স্কুটি ভাড়া করে গোয়া ভ্রমণে বেরিয়ে পড়েন। এবার এই জিনিস শুরু হতে চলেছে দিঘাতেও।দিঘায় বাইক কি? 'গো গ্রিন দিঘা' সংস্থা থেকে মিলছে 'ই-বাইক রেন্টাল'। সংগৃহীত ছবি।
advertisement
7/11
*গোয়ায় এই পরিষেবা থাকলেও দিঘায় এতদিন ছিল না। বড়দিন ও ইংরেজি নববর্ষের আগেই দিঘায় প্রিয়জনকে নিয়ে ঘোরার ব্যবস্থা হয়েছে। দিঘাকে দূষন মুক্ত রাখতে পর্যটকদের ঘোরার মজা দিতে ওল্ড দিঘার বিশ্ব বাংলার গেটের বিপরীতে এই ই বাইক রেন্টাল সংস্থা চালু হল। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*'গো গ্রিন দিঘা' সংস্থার দায়িত্ব থাকা সুমীত ঘোষ জানান, 'রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেই দিঘাকে সুস্থ ও সুন্দর রাখতে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের প্রতিটি মানুষের দায়িত্ব। তাই দিঘাকে গ্রিন রাখতে পর্যটকদের দি.ঘাকে ঘুরে দেখার জন্য 'ই-বাইক রেন্টাল' পরিষেবার ব্যবস্থা চালু করেছি। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*ডিসেম্বর মাস থেকে পরিষেবা পাচ্ছেন পর্যটকেরা। আমরা প্রথমিক ভাবে ৪ ঘণ্টার জন্য ৫০০ টাকা, ৬ ঘন্টার জন্য ৬০০ টাকা খরচ করে ৪০ কিমি ঘুরতে পারবেন। যদি কেউ ৮০ কিমি জায়গা ঘুরতে চান তার জন্য বিশেষ ছাড় দিয়ে ৮ ঘণ্টার জন্য ৭০০ টাকা, ১২ ঘন্টার জন্য ৯০০ টাকা খরচ করতে হবে। পরিষেবা পেতে হলে প্রথমে ১৫০০ টাকা ও যে কোনও একটি পরিচয়পত্র জমা করতে। রাস্তায় কোনও সমস্যায় পড়লে তার পরিষেবা দ্রুত দেওয়া হবে।' সংগৃহীত ছবি।
advertisement
10/11
*সংস্থার পক্ষ থেকে জানা যায় একটি বাইকে দু'জন সঙ্গে ছোটো বাচ্চা যেতে পারবে। বর্তমান শুধুমাত্র ওল্ড দিঘায় কাউন্টার খোলা হয়েছে। আগামী দিনে মন্দারমণি, তাজপুর, শংকরপুর-সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রে পরিষেবা চালু করা হবে। পরিষেবা গ্রহন ও বাইক রেন্টাল নেওয়ার পর কিছু সমস্যায় পড়লে যোগাযোগের জন্য ০৩২২০১৪৪৩১ তথবা ৯১২৩৭৮৬০৬৬ নম্বর রয়েছে। এই পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটকেরা। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*দিঘার বিভিন্ন পার্ক দর্শনীয় স্থান এর পাশাপাশি জগন্নাথ মন্দির, ওল্ড দিঘা, নিউ দিঘা, তালসারি প্রভৃতি এলাকার আকর্ষণীয় জায়গাগুলি ঘুরে দেখতেই বাইক রেন্টাল পরিষেবা অনেকটাই সুবিধে পর্যটকদের। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘা যখন গোয়া! এবার অর্ধেকেরও কম খরচে ঘুরুন দিঘা! কীভাবে পাবেন ধামাকা সুযোগ? জেনে আজই ঘুরে আসুন