Golden Fiber Jute: সোনালি তন্তু এক সময়ে এর হাত ধরে মালামাল ছিল বাংলা, এবার নতুন ফর্ম্যাটে পাটকে ব্যবহার করার উপায় এল সামনে
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Golden Fiber Jute: মুর্শিদাবাদের সোনালী তন্তুকে আরও গুরুত্ব! পাট চাষে আরও জোর
advertisement
1/7

মুর্শিদাবাদের অন্যতম অর্থকরী ফসল পাট। সোনালি তন্তু হিসেবে পরিচিত পাট। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার পাটচাষিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদে। চাষিদের সুবিধার কথা মাথায় রেখেই একটি অ্যাপ চালু করা হয়েছে।
advertisement
2/7
উপস্থিত ছিলেন লালবাগে বিভাগীয় ক্রয় কেন্দ্রে জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী, জুট কর্পোরেশন অব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি শশী ভূষণ সিং, জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের উপস্থিতিতে এক আলোচনা সভা আয়োজিত হল নবাবের শহরে। উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মহম্মদ আলীও।
advertisement
3/7
এলাকার চাষিদের নিয়ে পাট চাষের গুরুত্ব এবং অর্থকারি দিক গুলি তুলে ধরা এই সভায়। আধিকারিকরা জানান, দেশের মোট পাট উৎপাদনের পঞ্চাশ শতাংশর বেশি পাটের উৎপাদন হয় নবাবের জেলা মুর্শিদাবাদে।
advertisement
4/7
ইতিমধ্যেই চাষিদের সুবিধার কথা মাথায় রেখেই একটি অ্যাপ চালু করা হয়েছে বলে জানান তারা। ওই অ্যাপের সাহায্যে পাট চাষি আবহাওয়ার পূর্বাভাস যেমন জানতে পারবেন তেমনি পাটের বীজ রোপন ও পাটের পরিচর্যা সম্পর্কেও জানতে পারবেন।
advertisement
5/7
পাট চাষিরা যাতে পাট উৎপাদনের পর সঠিক মূল্যপান অর্থাৎ বিভিন্ন কোম্পানি যাতে সরাসরি কৃষকের কাছ থেকে পাট ক্রয় করতে পারেন সে ভাবনা চিন্তা শুরু হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে।
advertisement
6/7
লালগোলার বিধায়ক মহম্মদ আলী বলেন, "জেসিআই পরিচালিত পাট ক্রয় কেন্দ্র ছিল লালগোলায় সেটি দীর্ঘদিন বন্ধ। তাছাড়া দেশের সবচেয়ে বেশি পাট উৎপাদনের জেলা মুর্শিদাবাদ তাহলে জেসিআইয়ের প্রধান কার্যালয় তো জেলাতেই হওয়া উচিৎ।" জেসিআই চাইলে রাজ্য সরকার সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন মহম্মদ আলী।
advertisement
7/7
জেনারেল ম্যানেজার কল্যান কুমার মজুমদার জানান, পাট চাষে গতি আনতে প্রয়োজনে পঞ্চায়েতকে কাজে লাগানো হবে। এর পাশাপাশি কৃষক যাতে পাটের নায্য মূল্য পান সেদিকে নজর দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Golden Fiber Jute: সোনালি তন্তু এক সময়ে এর হাত ধরে মালামাল ছিল বাংলা, এবার নতুন ফর্ম্যাটে পাটকে ব্যবহার করার উপায় এল সামনে