Gold Robbery: নকল সোনার বিস্কুটের টোপ দিয়ে আসল সোনার গয়না হাতানো, অবশেষে মুর্শিদাবাদে গ্রেফতার 'মাস্টারমাইন্ড'
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নকল সোনার বিস্কুটের পরিবর্তে মহিলার কাছে থাকা সোনার গয়না দাবি করে যুবক। কিন্তু শেষরক্ষা আর হল না! হাতেনাতে যুবককে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা
advertisement
1/5

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ধনতেরাসের আগেই এ কি কান্ড বহরমপুরে! নকল সোনার প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বহরমপুরে। সুকৌশলে সোনা ছিনতাই, কিন্তু শেষরক্ষা হল না।
advertisement
2/5
অভিযোগ, বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে টোটোয় উঠে পড়ে। টোটোতে থাকা মহিলা যাত্রীকে সে জানায়, তার কাছে একটি সোনার বিস্কুট রয়েছে।
advertisement
3/5
যুবক মহিলাকে বলে, সে তাঁকে সোনার বিস্কুট দেবে, পরিবর্তে মহিলা তাকে গায়ে পড়ে থাকা সোনার গয়নাগুলো দেবে। সাফাইয়ে প্রতারক যুবক বলে, বাড়িতে ছেলে অসুস্থ, টাকা প্রয়োজন। কিন্তু সোনার বিস্কুট কোথায় বিক্রি করতে হয়, সে জানে না।
advertisement
4/5
অভিযোগ, নকল সোনার বিস্কুটের পরিবর্তে মহিলার কাছে থাকা সোনার গয়না দাবি করে যুবক। কিন্তু শেষরক্ষা আর হল না! হাতেনাতে যুবককে পাকড়াও করে স্থানীয় বাসিন্দারা। বহরমপুর পৌরসভার সামনে তাকে আটকে রাখা হয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
advertisement
5/5
শহরবাসীর অভিযোগ, বহরমপুর শহরে অবৈধভাবে নকল সোনার বিস্কুট দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার প্রতারণা চলছিল লম্বা সময় ধরে।, অবশেষে অভিযুক্তকে ধরা গিয়েছে! পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Gold Robbery: নকল সোনার বিস্কুটের টোপ দিয়ে আসল সোনার গয়না হাতানো, অবশেষে মুর্শিদাবাদে গ্রেফতার 'মাস্টারমাইন্ড'