Alipore Zoo: দিনের পর দিন বেঁটে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ! কর্তৃপক্ষের ভরসা এই বিশেষ দাওয়াই!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Alipore Zoo: দিনের পর দিন বেঁটে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ। জিরাফের গড় উচ্চতা যেখানে ১৪ থেকে ২০ ফুট। সেখানে আলিপুরে নতুন প্রজন্মদের উচ্চতা ১০ থেকে ১২ ফুট।
advertisement
1/6

দিনের পর দিন বেঁটে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ। জিরাফের গড় উচ্চতা যেখানে ১৪ থেকে ২০ ফুট। সেখানে আলিপুরে নতুন প্রজন্মদের উচ্চতা ১০ থেকে ১২ ফুট।
advertisement
2/6
পরিবারের মধ্যে প্রজনন বন্ধ না হলে আলিপুরের জিরাফ ক্রমশ বেঁটে হয়ে যাবে বলে কর্তৃপক্ষের আশঙ্কা। সংকট নিরসনে সেজন্য পাটনা থেকে ভিন বংশের জিরাফ আনা হবে।
advertisement
3/6
পরিবারের সদস্যদের মধ্যে প্রজননের কারণে জিনগত বিচ্যুতিতে তাদের উচ্চতা কমতির দিকে।
advertisement
4/6
বর্তমানে আলিপুরে রয়েছে ৯টি জিরাফ। ৩টি পুরুষ ও ৬টি স্ত্রী। বিনিময় প্রথায় আলিপুর পাটনাকে স্ত্রী জিরাফ দেবে, পাটনাও স্ত্রী জিরাফ পাঠাবে এখানে।
advertisement
5/6
১৯৮৬ সালে তদানীন্তন পশ্চিম জার্মানি থেকে দু'জোড়া জিরাফ আনা হয়েছিল আলিপুরে। এখনকার জিরাফরা তাদের বংশধর।
advertisement
6/6
জিরাফের উচ্চতা বাড়াতে সবরকম চেষ্টা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।দর্শকদের কাছে বাঘ, সিংহ, শিম্পাজিদের সঙ্গে সমানে সমানে টক্কর দেয় জিরাফেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo: দিনের পর দিন বেঁটে হচ্ছে আলিপুর চিড়িয়াখানার জিরাফ! কর্তৃপক্ষের ভরসা এই বিশেষ দাওয়াই!