Giant truck at Debra: ২৯০টি চাকা, লম্বায় ৩০০ ফুটেরও বেশি! ডেবরায় আটকে গেল দানব ট্রাক
- Published by:Debamoy Ghosh
Last Updated:
জানা গিয়েছে, মুম্বাই থেকে চারটি ভাগে এই বিশালাকার ট্রাকের অংশ কোলাঘাটে নিয়ে আসা হয়।
advertisement
1/8

২৯০টি চাকা, দৈর্ঘ্য় ৩০০ ফুটেরও বেশি। নড়াচড়া করতেই দরকার অনেকটা জায়গা। এমন কি, জাতীয় সড়কের চলাচল করতে গিয়েও জায়গা কম পড়ে তার। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এমনই এক দৈত্য়াকার ট্রাককে ঘিরে শনিবার সকাল থেকে হইচই!
advertisement
2/8
শুক্রবার সকালে ডেবরা টোল প্লাজার আগে এসে আটকে যায় এই দীর্ঘকায় ট্রাকটি। কারণ ট্রাকের চারটি চাকায় সমস্য়া দেখা দেয়।
advertisement
3/8
কিন্তু চাকা ঠিক হলেও ট্রাক এগোতে পারেনি। কারণ ডেবরা টোল প্লাজার যে লেনগুলি রয়েছে, সেখান দিয়ে বেরোতে পারবে না এই বিশালাকার ট্রাক।
advertisement
4/8
জানা গিয়েছে, জল বিদ্য়ুৎ উৎপাদনের যন্ত্রাংশ নিয়ে কোলাঘাট থেকে রাঁচির পাত্রাতু ভ্য়ালিতে যাচ্ছে ট্রাকটি।
advertisement
5/8
২৯০ চাকার এই দৈত্য়াকার ট্রাকে ১৫ জন কর্মী রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য়। জানা গিয়েছে, মুম্বাই থেকে চারটি ভাগে এই বিশালাকার ট্রাকের অংশ কোলাঘাটে নিয়ে আসা হয়।
advertisement
6/8
কোলাঘাট থেকেই যন্ত্রাংশ তোলা হয় ট্রাকটিতে। এর পর সেটি রওনা দেয় রাঁচির উদ্দেশে। কিন্তু ডেবরায় এসেই আটকে পড়ে ট্রাকটি।
advertisement
7/8
জাতীয় সড়কের উপর দিয়ে বিশালাকার লরি, ট্রেলার চলতে দেখে অভ্য়স্তই ডেবরার বাসিন্দারা। কিন্তু এই দানব লরিকে দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।
advertisement
8/8
ডেবরা টোল প্লাজার ম্য়ানেজার জানিয়েছেন, বছরে হাতে গোনা কয়েকটি এমন বড় যানবাহনের জন্য় টোল লেনের রাস্তা প্রশস্ত করার প্রয়োজন পড়ে। এবারেও তাই করা হবে। সম্ভবত রবিবার সকালে বিশালাকার এই ট্রাক টোল গেট পার হতে পারবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Giant truck at Debra: ২৯০টি চাকা, লম্বায় ৩০০ ফুটেরও বেশি! ডেবরায় আটকে গেল দানব ট্রাক