চাপ পড়লে নীচে নেমে আসবে ফ্যান, বাজবে অ্যালার্ম! আর নিজের ক্ষতি পারবে না কেউ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
ফ্যান নিচে নেমে আসবে, পা মাটিতে ঠেকবে। ফ্যানে চাপ পড়লেই বেজে উঠবে স্বয়ংক্রিয় অ্যালার্ম।
advertisement
1/8

প্রতিদিন নিজের ক্ষতি করে দেওয়ার কথা ভাবেন বেশ কিছু মানুষ। সামান্য সমস্যায় নিজেকে না ফেরার পথে নিয়ে চলে যান বহুজন। সম্প্রতি আইআইটি খড়্গপুরেও ঘটেছে একাধিক ঘটনা। তবে এবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এগিয়ে এসেছে স্কুল পড়ুয়ারা। বিজ্ঞান মডেলে যা তুলে ধরল, জানলে চমকে যাবেন।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/8
ঘাটালের বিজ্ঞান মেলায় নজর কাড়ল দুই স্কুল পড়ুয়ার এক অসাধারণ মডেল। যা রীতিমত সাড়া ফেলেছে। দুই স্কুল ছাত্রী, বৃষ্টি-ঐশানীর অভিনব মডেল, যার ভাবনা মিলে যায় IIT খড়্গপুরের সঙ্গে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
3/8
সিলিং ফ্যানের উপর চাপ পড়লেই তা নিচে নেমে আসবে। বেজে উঠবে স্বয়ংক্রিয় অ্যালার্ম। ফ্যানের সাহায্যে নিজের ক্ষতি করার ভাবনা এড়াতেই বিশেষভাবে কাজ করবে এই মডেলটি। যা স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে বাড়ির সিলিং ফ্যানে। যা বাড়ির লোককে সতর্ক করবে। সামান্য একটি ফ্যান এড়িয়ে দেবে দুর্ঘটনা।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
4/8
ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে অনুষ্ঠিত 'ক্ষুদিরাম বিজ্ঞান মেলা'-তে এমনই এক মডেল তৈরি করে নজর কেড়েছে দাসপুরের গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয়ের দুই ছাত্রী বৃষ্টি হাজরা (নবম শ্রেণী) ও ঐশানী পাত্র (দশম শ্রেণী)। স্কুল পড়ুয়া বৃষ্টি-ঐশানীদের তৈরি এই মডেলের প্রযুক্তি ও ভাবনার সঙ্গে অনেকেই আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের পরিকল্পনার মিল খুঁজে পাচ্ছেন। অবশ্য এই 'মিল' পাওয়াটাই স্বাভাবিক।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
5/8
একাধিক মডেলের মধ্যে অন্যতম দাসপুর-১ নং ব্লকের গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী হাইস্কুলের পড়ুয়াদের তৈরি এই মডেলটি নজর কেড়েছে। সিলিং ফ্যানে দড়ি বা ওড়না জাতীয় কিছুর ফাঁস লাগিয়ে ঝোলার চেষ্টা করলেই বিশেষ স্প্রিং লাগানো ওই ফ্যান নিচে নেমে আসবে এবং তাঁর পা মাটিতে বা চৌকিতে লেগে যাবে। সেইসঙ্গেই ফ্যানের উপর চাপ পড়লেই বেজে উঠবে স্বয়ংক্রিয় অ্যালার্ম। ফলে সেই ঘটনা' রুখে দেওয়া সম্ভব বলেই মনে করে বৃষ্টি, ঐশানী।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
6/8
বৃষ্টি এবং ঐশানী জানিয়েছে,' স্কুলের এক সহপাঠী এমন অস্বাভাবিক মৃত্যুর শিকার। তারপর থেকেই এই ভাবনা শুরু। শিক্ষকদের সহযোগিতায় এই বিশেষ মডেল তৈরি করেছে।' ভৌত বিজ্ঞানের শিক্ষকের সহযোগিতায়, একটি ফ্যান (পাখা), পাইপ, ডিসি মোটর, একক চ্যানেল রিলে মডিউল, নয় ভোল্টের ব্যাটারি, প্রতিরোধক, সুইচ, অ্যালার্ম প্রভৃতি লাগবে।"(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
7/8
যদিও ছাত্র-ছাত্রীদের এই বিশেষ ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। বেশ কিছু বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার কথা ও ঘোষণা করেছেন তিনি।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
8/8
<strong>(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চাপ পড়লে নীচে নেমে আসবে ফ্যান, বাজবে অ্যালার্ম! আর নিজের ক্ষতি পারবে না কেউ