বাংলার বুকে একটুকরো 'ভেনিস'! জলযন্ত্রণার ভয়ঙ্কর চিত্র, দেখুন কীভাবে কাটাচ্ছেন বাসিন্দারা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
বন্যার জেরে জলমগ্ন বহু গ্রাম, বন্ধ স্কুল ও দোকানপাট।রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ত্রাণ বিলিতে অনিয়ম ও পর্যাপ্ত নৌকার অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে।খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে হাজার হাজার।
advertisement
1/6

নানা সমস্যায় বন্যার্তরা, ঘাটালে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। বন্যার জেরে জলমগ্ন বহু গ্রাম, বন্ধ স্কুল ও দোকানপাট। রাস্তা ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ত্রাণ বিলিতে অনিয়ম ও পর্যাপ্ত নৌকার অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে। খাবার ও পানীয় জলের সংকটে পড়েছে হাজার হাজার মানুষ। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন বন্যার্তরা। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
2/6
ঘাটালবাসীর কাছে বন্যা মানে আরও পাঁচটা নিয়মিত বার্ষিক সমস্যার মতই। তবে বন্যার জল সাধারণত এক থেকে দুই সপ্তাহ থাকে অন্যান্য বছর। এবছর যেটা অভাবনীয়ভাবে তার চাইতে অনেক বেশি দিন স্থায়ী হয়ে রয়েছে।( ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
3/6
বর্ষার আগেই বন্যা মোকাবিলার প্রাথমিক প্রস্তুতি কম বেশি ঘাটালের বাসিন্দারা নিয়েই থাকেন। যার মধ্য অন্যতম, বর্ষার শুরুতেই বাড়িতে খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখেন অনেকেই। এর ফলে বন্যা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকলে কিম্বা জলবন্দি হয়ে থাকলে সেই খাবার এই সময় তারা কাজে লাগান। (ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
4/6
এবছর যেভাবে অবিরত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তাতে জল বাড়ছে প্রতিদিনই। শুধু তাই নয়, ঝাড়খণ্ড বা বিহার থেকে বিভিন্ন জলাধারের জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে দিন দিন। এবছর তিনবার জল ঢুকেছে ঘাটালে। ফলে জল জমা থেকে এখনও মেলেনি মুক্তি। এদিকে জল দীর্ঘদিন থাকায় মজুত রাখা রসদ শেষ হয়েছে অনেকেরই।( ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
5/6
অন্যদিকে প্রশাসনেরও প্রতি বছর প্রস্তুতি থাকে ঘাটালের বন্যা মোকাবিলার। এবছরের পরিস্থিতি এতটা দীর্ঘমেয়াদি হতে পারে এমন সম্ভাবনা আগে থেকে ছিল না। ফলে রাজ্যের সচিব ও মন্ত্রীদের একাধিকবার ছুটে আসতে হয়েছে ঘাটালে। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান)
advertisement
6/6
ত্রাণ শিবির চলছে এখনও বিভিন্ন জায়গায়। জল ঘাটাল পৌর এলাকা সমেত সংলগ্ন বেশ কিছু ব্লকেও জমে রয়েছে। এক বাসিন্দা বলেন, ইদানীংকালে এরকম বন্যা হয়নি এখানে। জল এতদিন এবার স্থায়ী হয়ে রয়েছে যে বহু মনুষ সমস্যায় পড়েছেন। এমন সমস্যায় বাসিন্দাদের যাতায়াতের ভরসা নৌকা। দেখে মনে হবে বাংলার বুকে একটুকরো ইতালির ভেনিস শহর। ( ছবি ও তথ্য: মিজানুর রহমান)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বাংলার বুকে একটুকরো 'ভেনিস'! জলযন্ত্রণার ভয়ঙ্কর চিত্র, দেখুন কীভাবে কাটাচ্ছেন বাসিন্দারা