চারিদিকে বন্যার জল, কিলবিল করছে সাপ! অসুস্থ গৃহবধূকে যে ভাবে হাসপাতালে নিয়ে গেল NDRF! দেখলে আঁতকে উঠবেন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বন্যা বিধ্বস্ত খাটালে হাহাকার, অক্সিজেন সাপোর্ট দিয়ে উদ্ধার অসুস্থ গৃহবধূ, বাড়ছে সাপের উপদ্রব।
advertisement
1/6

ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতের ভরসা ডিঙি, নৌকো। বাড়ছে আতঙ্ক। প্রতিদিনই একাধিক বিষধর সাপ উদ্ধার হচ্ছে বন্যা কবলিত এলাকা থেকে।
advertisement
2/6
বন্যা পরিস্থিতিতেও ফের মানবিকতার নজির! বন্যার স্রোতে স্পিড বোট চালিয়ে অসুস্থ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করল পুলিশ এবং NDRF। অক্সিজেন সাপোর্ট দিয়ে তাকে আনা হয় রাস্তায়, এরপর ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে। বেশ কয়েক কিলোমিটার তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে নিয়ে আসা হল নিরাপদে।
advertisement
3/6
শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলেও শনিবার সেঅর্থে বৃষ্টি হয়নি জেলা জুড়ে।বর্ষার প্রথমে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। বর্ষার শুরুতে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতেই বাড়ছে বিপদ। যেখানে সেখানে বের হচ্ছে বিষাক্ত সাপ। প্রশাসন সূত্রে খবর, একাধিক জন সাপের কামড়ে আহত হন। ভর্তি রয়েছে হাসপাতালে।
advertisement
4/6
শনিবার, ঘাটাল মহকুমার মনসুকা এলাকার এক গৃহবধূ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ বোধ করেন। প্রশাসন জানার পর, সেই গৃহবধূকে উদ্ধার করা হয়। স্পিড বোটে চাপিয়ে প্রায় দশ কিলোমিটার নিয়ে আসায় উন্নততর চিকিৎসার জন্য। এরপর অ্যাম্বুলেন্সে চাপিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
advertisement
5/6
ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ঘাটাল মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। জলস্রোতে তলিয়ে দুজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। বন্যার জল বিভিন্ন গর্তে প্রবেশ করায় বাড়ছে সাপের উপদ্রব বেশ কয়েকজন আহত হলেও কোনও মৃত্যুর ঘটনা নেই। বিভিন্ন জায়গায় প্রশাসনের নজরদারি চলছে।
advertisement
6/6
ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। বন্যা দুর্গতদের নিয়ে আসা হয়েছে নিরাপদ আশ্রয়ে। সেখানে সবাই সুস্থ রয়েছেন। এলাকার পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়েছে, এলাকায় মেডিকেল টিম, বিদ্যুৎ দফতর সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা মোতায়েন রয়েছেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
চারিদিকে বন্যার জল, কিলবিল করছে সাপ! অসুস্থ গৃহবধূকে যে ভাবে হাসপাতালে নিয়ে গেল NDRF! দেখলে আঁতকে উঠবেন