Ghatal Flood: আগের থেকে ভাল, তবুও ভরসা নৌকা-ডিঙি! ঘাটালের কোন এলাকায় কী পরস্থিতি, দেখুন ছবিতে
- Reported by:Syed Mijanur Mahaman
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ঘাটালের বেশ কিছু উঁচু এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও নিচু এলাকায় জল জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকায় সেখানে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
advertisement
1/6

ঘাটালের বেশ কিছু উঁচু এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও নিচু এলাকায় জল জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকায় সেখানে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
এই অবস্থায় নিচু এলাকার মানুষদের বাজারে যাওয়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা, এমনকি অন্য কোনও প্রয়োজনীয় কাজে বেরোতে হলে ছোট নৌকা বা ডিঙ্গির উপরেই নির্ভর করতে হচ্ছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
শুধু বাজার বা যাতায়াত নয়, স্কুল-কলেজে পড়ুয়াদের যাওয়া কিংবা স্বাস্থ্য পরিষেবা পেতে গেলেও মানুষের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। ফলে শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছন হচ্ছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
বন্যাকবলিত এলাকার বাসিন্দা গোপাল জানা জানিয়েছেন—“উঁচু এলাকা থেকে জল নেমে গেলেও নিচু এলাকায় জল জমে রয়েছে। ফলে শিশুদের স্কুলে নিয়ে যাওয়া হোক বা বাজারে যাওয়া, সবক্ষেত্রেই নৌকা ব্যবহার করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে, কেউ জানে না।” ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছেন। পাড়ার মানুষজন শিশুদের স্কুলে পাঠাতে নৌকো ব্যবহার করছেন, আবার বৃদ্ধ ও অসুস্থ মানুষদেরও ডিঙ্গিতে করে আনানেওয়া হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
কবে এই দুর্দশা থেকে মুক্তি মিলবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে ঘাটালের বন্যাকবলিত এলাকার মানুষজন। স্থানীয়রা বলছেন, জল দ্রুত না নামলে স্বাভাবিক জীবনে ফেরাটা আরও দেরি হয়ে যাবে। ফলে তাদের এখন একমাত্র ভরসা আবহাওয়ার অনুকূল পরিস্থিতি ও প্রশাসনিক উদ্যোগ। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: আগের থেকে ভাল, তবুও ভরসা নৌকা-ডিঙি! ঘাটালের কোন এলাকায় কী পরস্থিতি, দেখুন ছবিতে